Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

বছরের প্রথম ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে আন্দামান - নিকোবর দ্বীপপুঞ্জে

banner

journalist Name : Sayani Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

বঙ্গোপসাগরে এবার নিম্নচাপের জেরে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় 'অশনি'। নামকরণ করেছে শ্রীলংকা।  স্থলভাগে তা আছড়ে পড়ার আগে আরও বেশি শক্তিশালী হবে বলে ধারণা আবহাওয়া বিদদের। বঙ্গোপসাগর  ও তার আশেপাশের দ্বীপপুঞ্জে ভয়ঙ্কর রূপে আছড়ে পড়তে চলেছে 'অশনি'। সূত্রে খবর আগামী ২৪ ঘন্টার মধ্যে যে নিম্নচাপ তৈরী হয়েছে তা আরও ঘনীভূত হবে ও তার জেরেই দুই দ্বীপপুঞ্জে ভারী বর্জ বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। বছরের শুরুর কয়েক মাসের মধ্যে আছড়ে পড়তে চলেছে বছরের প্রথম ঘূর্ণিঝড় 'অশনি'।
কেন্দ্রীয় আবহাওয়া দফতরের বিজ্ঞানী আর. কে. জানামনি জানিয়েছেন, " সোমবার সকালের মধ্যেই বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপ তৈরী হবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এর শক্তিও বাড়তে থাকবে। বিকালের মধ্যেই তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যদি আবহাওয়ার হঠাৎ কোনোও বড়ো পরিবর্তন না হয় তবে বিকালের মধ্যে অশনি পরিপূর্ণ রূপ ধারণ করবে। "
ঘূর্ণিঝড় অশনির পূর্বাভাস দেবের পরই জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের তরফ থেকে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। দুই দ্বীপপুঞ্জে উদ্ধারকারি দল পাঠানো হয়েছে এছাড়া প্রয়োজনীয় সামগ্রী যেমন বিশুদ্ধ জল, শুকনো খাবার, তিরপোল এসবেরও ব্যবস্থা করা হচ্ছে। মৎসজীবীদের সুমুদ্রে যাবার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই দুই দ্বীপে মাছ ধরা, জাহাজ চলাচল, পর্যটকদের ভ্রমণ বাতিল করা হয়েছে।। ঘূর্ণিঝড়ের মোকাবিলার জন্য নৌ সেনা, বায়ু সেনা, সেনাবাহিনী, উদ্ধারকারি দল, উপকূল রক্ষী বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।
আলিপুর আবহাওয়া সূত্রে খবর, এর কোনো প্রভাব বাংলায় পড়বে না। ঘূর্ণিঝড় তৈরী হবার পর আন্দামান দ্বীপ বরাবার উত্তরদিকে সরে যাবে পরবর্তী সময় বাংলাদেশ ও মায়ানমারের উপর দিয়ে যাবে এমনটাই ধারণা। মায়ানমারে ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে ঘন্টায় ৭৫-৮৫ কিলোমিটার।
এর প্রভাবে বাংলায় কোনো বৃষ্টিপাতের সম্ভবনা নেই। তাপমাত্রা থাকবে ২৫-৩৫ ডিগ্রির মধ্যে। আগামী ৪৮ ঘন্টায় দার্জিলিং কালিংপন -এ বর্জ বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের থাকলেও উত্তর - দক্ষিণ বঙ্গে আকাশ পরিস্কার থাকবে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

আওহাওয়া
Related News