#Pravati Sangbad Digital Desk:
রাজ্যে পাকাপাকি ভাবে শীত বিদায় নিয়েছে এই মরশুমের জন্য, সাথে বিদায় নিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। এই শীতের মরশুমে উত্তরে ঠাণ্ডা হাওয়া আর পশ্চিমী ঝঞ্ঝার চোর পুলিশ খেলা সবাই দেখেছি, শীতের শুরু থেকেই দোসর সেজেছিল পশ্চিমী ঝঞ্ঝা কখনও বা নিম্নচাপ, বৃষ্টিও হয়েছে বেশ ভালোই, যার জেরে প্রচুর পরিমানে ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যের চাষিদের। তবে এবার স্বাভাবিক নিয়ম মেনেই ধীরে ধীরে বিদায় নিয়েছে শীত, ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে পারদ। সকালের দিকে তীব্র গরম থাকলেও রাতের দিকের আবহাওয়া এখনও পর্যন্ত বেশ মনোরম। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র এখন এই রকম আবহাওয়া থাকবে বেশ কিছু দিন।
হাওয়া অফিস সূত্রে আরও জানা গিয়েছে, শীতের আমেজ কমে এলেও ভোরের দিকে বেশ ভালোই ঠাণ্ডা অনুভব করা যাবে, সকালের দিকে সূর্যের প্রখর তেজের কারণে তাপমাত্রা বাড়বে, কিছু কিছু জায়গায় দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরেও পৌঁছে যাবে। কোলকাতা হাওড়া হুগলীর পাশাপাশি রাজ্যের পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বীরভূম, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর এই সব জেলা গুলিতেও ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে।
আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের সাথে তাপমাত্রা বাড়তে শুরু করেছে উত্তরবঙ্গের, এদিন দার্জিলিং এর তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল বলে জানা গিয়েছে, আবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বেলা বাড়ার সাথে সাথে ঘামের দেখা মিললেও, উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে তা এখনও পর্যন্ত দেখা যায়নি, শুধু এ রাজ্য নয়, উত্তর ভারতের বাকি রাজ্যগুলিতেও বাড়তে শুরু করেছে তাপমাত্রা।
আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে আরও জানানো হয়েছে, যে আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে কোন রকম বৃষ্টির পূর্বাভাস নেই, তবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় আগামী দু তিন দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।