#Pravati Sangbad Digital Desk:
বঙ্গে শীতের মরশুম প্রায় শেষের মুখে, বসন্তের উপস্থিতি আসতে আসতে মালুম হচ্ছে, গত ৫ই ফেব্রুয়ারি মহা সমারোহে পালিত হয়েছে বসন্ত পঞ্চমি অর্থাৎ সরস্বতী পূজো, স্বাভাবিক ভাবে বসন্ত পঞ্চমীর পর থেকেই রাজ্যে আবহাওয়া পাল্টাতে শুরু করে, আর হচ্ছেও তেমন। কিন্তু স্বাভাবিকের থেকে তাপমাত্রা ফের বাড়তে চলেছে, কারণ রাজ্যের আগামী ২৪ ঘণ্টায় দেখা মিলবে বৃষ্টির, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এমনটাই জানানো হয়েছে। আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করবে, সকালে অনেক জায়গাই হালকা থেকে মাঝারি কুয়াশার দেখাও মিলেছে। রাজ্যে শীত শেষের মুহূর্তে ফের উত্তরের ঠাণ্ডা হাওয়ার পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা সেই সাথে পূবালী হাওয়া। আজ রাত থেকেই পশ্চিমের জেলাগুলি অর্থাৎ দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং পুরুলিয়াই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের উপরের জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পঙে তুষারপাতের আগাম সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। তাছাড়া কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়িতে আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামীকাল সকালের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। পশ্চিমী ঝঞ্জার কারণে পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তর পশ্চিম ভারতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এ রাজ্যের পড়শি রাজ্য অর্থাৎ উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ডেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।