সপ্তাহান্তেই বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

মরশুমের শুরু থেকেই বারংবার পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাধাপ্রাপ্ত হয়েছে উত্তরের শীতল এবং শুষ্ক বাতাস, যার জেরে কমেছে শীতের দাপট। কিছুদিন আগেই পশ্চিমী ঝঞ্ঝার কারণে প্রায় ৫ দিন ধরে গোটা রাজ্যে কম বেশি বৃষ্টি হয়েছে, সপ্তাহের শুরুতে আবহাওয়ার উন্নতি হলেও ফের মেঘ জমতে শুরু করেছে রাজ্যের আকশে, বেড়েছে রাতের তাপমাত্রা। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর পশ্চিমী ঝঞ্ঝার কারণে রবিবার এবং সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। তার সাথে রাজ্যের বেশ কিছু জেলায় রয়েছে শিলা বৃষ্টির পূর্বাভাস। কোলকাতা হাওড়াতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।


আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর-পশ্চিম ভারতে ইতিমধ্যেই বৃষ্টি হয়েছে, এবার তারই প্রভাব পরতে চলেছে রাজ্য জুড়ে। শীতের মধ্যে হালকা বৃষ্টি শীতের দাপটকে আরও বাড়িয়ে তুলবে বলে মত আবহবিদদের। আগামীকাল দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। রাজ্যের একাধিক জেলায় সূর্যের দেখা মিলবে না বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ খানিকটা অপরেই থাকবে বলে জানা গিয়েছে, তবে পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই রাজ্যে ফের দেখা মিলবে শীতের। এদিন সকাল থেকেই কলকাতাসহ রাজ্যের একাধিক জেলার আকাশ ছিল মেঘাচ্ছন্ন, কিন্তু বেলা বারার সাথে সাথে হালকা রোদের দেখা মিলেছে। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News