Flash News
Monday, September 22, 2025

আজ থেকে বাড়বে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ

banner

journalist Name : sagarika chakraborty

#Pravati Sangbad Digital Desk:

বেশ কয়েক দিন ধরেই মেঘলা আকাশ রাজ্যজুড়ে। চলছে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ  বৃষ্টিপাত । তবে উত্তরবঙ্গের পরিস্থিতি ছিল বেশ জটিল। কমলা সর্তকতা জারি করা হয়েছিল উত্তরবঙ্গে। অপরদিকে দক্ষিণবঙ্গে বলা হয়েছিল বর্ষা আসতে আরো বেশ কিছুদিন দেরি। আবহাওয়াবিদদের মতে এবার উত্তরবঙ্গে কমবে বৃষ্টিপাতের পরিমাণ অপরদিকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের ফলে বিপদসীমার উপর দিয়ে বইছিল জলস্তর, ধস নেমেছিল পাহাড়ে এমনকি প্লাবিত হয়েছিল বেশ কয়েকটি জায়গা। তবে রবি ও সোমবার কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে একই রকম বৃষ্টিপাত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। অপরদিকে দার্জিলিং, কালিম্পং এও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে তিনদিন ধরে কলকাতা সহ বিভিন্ন জেলাতে অল্প বৃষ্টিপাত হলেও খুব বেশি পরিমাণে তার প্রভাব পড়েনি।  আবহাওয়াবিদরা অবশ্য জানিয়েছিল এরপর বৃষ্টির পরিমাণ একদম কমে গিয়ে গরম আবার বাড়তে পারে দক্ষিণবঙ্গে। তবে এখন আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সোমবার থেকে বৃষ্টিপাত আরো বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়, তবে বৃষ্টিপাত বাড়লেও গরমের পরিমাণ একই থাকবে। হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং নদীয়ার বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া, কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে। এতদিন যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল তার থেকে বৃষ্টির পরিমাণ সোমবার থেকে বাড়বে বলে জানানো হয়েছে ।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজ্য আবহাওয়া
Related News