Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

‘নবি মহম্মদকে নিয়ে আপত্তিকর মন্তব্ব্যের বদলা নেওয়া হবে ‘, হুঁশিয়ারি ইসলামিক স্টেটের জঙ্গি সংগঠনের

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে এবার ভারতীয় হিন্দুদের হুশিয়ারি দিল IS জঙ্গিরা। ১০ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে ওই জঙ্গি সংগঠন । যেই ভিডিওতে দেখা যাচ্ছে নূপুর শর্মার বিতর্কিত মন্ত্যব্বের সাথে সাথে দিল্লির জাহাঙ্গিরপুরে বুলডোজার চালানোর ঘটনাটিও। ভিডিওর শেষে ইসলামিক জঙ্গি সংগঠন এই অপমানের প্রতিশোধ হিসেবে হিন্দুদের ওপরে হামলা চালানো হবে বলেও হুমকি দিয়েছে। শুধু তাই নয়, ওই ভিডিওতে আফগানিস্থানের তালিবান প্রতিরক্ষা মন্ত্রি মোল্লা ইয়াকুবের ভারতীয় চ্যানেলে  সাক্ষাৎকার দেওয়ার জন্য সমালোচনা করেছেন। এছাড়া, তালিবান অর্থমন্ত্রি আমির মুত্তাকি ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করার জন্য তালিবান কেও হুঁশিয়ার দেয় ইসলামিক স্টেট।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ ধর্ম নাশকতা বিদেশ
Related News