Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

ফের জঙ্গি হামলা কাশ্মীরে!

banner

journalist Name : Ashapurna Das Adhikary

#Pravati Sangbad Digital Desk:

ফের জঙ্গিদের অতর্কিত হামলার শিকার হল ভারতীয় সেনা (Indian Army)। জানা গিয়েছে, আজ শুক্রবার যৌথ অভিযানের সময় জম্মু কাশ্মীরের রাজৌরির কান্দি জঙ্গলে জঙ্গিরা (Militants attack) প্রতিশোধ নিতে সেনাকে উদ্দেশ্য করে একটি বিস্ফোরক ডিভাইস ছোঁড়ে। সেনাবাহিনীর একটি দলের দুজন জওয়ান শহীদ হয়েছেন।

    এছাড়া একজন উচ্চ পদস্থের অফিসার সহ আরও চার জন সেনা জওয়ান আহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনা। আশেপাশের অতিরিক্ত সেনার দলগুলিকে সংঘর্ষস্থলে দ্রুত যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আহত জওয়ানদের উধমপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই এলাকায় একদল জঙ্গি আটকে পড়েছে। অপারেশন চলছে বলে জানানো হয়েছে ভারতীয় সেনাবাহিনীর তরফে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ নাশকতা
Related News