Flash News
Monday, September 22, 2025

যিশু খ্রিস্টের জন্মের আগের মহিলার কঙ্কাল উদ্ধার গ্রিসে

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

পুরাতনকে ফিরিয়ে আনতে,তার ভিত্তির ওপর গড়ে তুলতে আবহমানকাল ধরে চলে আসছে প্রত্নতাত্ত্বিক আবিষ্কার,কখনও ফলাফল শূন্য হয়ে ফিরতে হয় তাদের,আবার সময়ভেদে খননের সময় এমন কিছু জিনিস পাওয়া যায়, যা বর্তমান সমাজকে পূর্বের সমাজ বা সামাজিক পরিকাঠামো সম্পর্কে জানতে সাহায্য করে।প্রত্নবিদদের এই গবেষণা,একটা সময় হরপ্পা,মহেঞ্জদারো, সিন্ধু সভ্যতার সাথে আমাদের পরিচয় করিয়েছিল। আধুনিক সমাজের বুকে প্রত্নতাত্বিক খনন আমাদেরকে অনেক কিছু  জানতে সাহায্য করে ,ইতিহাস পুস্তক সন্ধান পায় অনেক তথ্যের। বহুবিধ সফল আবিষ্কারের সঙ্গে তালিকায় এবার নবতম সংযোজন,গ্রীসে পুরাতাত্ত্বিক প্রাপ্তি। জানা গিয়েছে, গ্রীসের কোজানিতে এক স্থানে বেশ কিছুদিন ধরে খনন কাজ চালাচ্ছিল প্রত্নতাত্বিক বিশেষজ্ঞদের একটি দল,মাটি খুঁড়তেই বেরিয়ে আসে একটি মনুষ্যকঙ্কাল। পরীক্ষা নিরীক্ষার পরে জানা গিয়েছে কঙ্কালটি একজন গ্রীক মহিলার,কিন্তু সব থেকে চমকপ্রদ ব্যাপার হল কঙ্কালটি অতি প্রাচীন অর্থাৎ এর সময়কাল যিশু খ্রিস্টের জন্মের আগে,নজিরবিহীনভাবে প্রাপ্ত কঙ্কালটির আনুমানিক বয়স ২ হাজার বছরেরও বেশি বলে জানা গিয়েছে। তবে মহিলার কঙ্কালের সাথে পাওয়া গিয়েছে আরও কিছু মূল্যবান দ্রব্য, যা থেকে বিশেষজ্ঞদের কাছে সহজেই অনুমেয় যে মহিলা অভিজাত বংশোদ্ভূত। জানা গিয়েছে কঙ্কালটি শায়িত ছিল ব্রোঞ্জের বিছানায়,যার উর্ধ্বাংশে কাঠের কাজ যা কালের নিয়মে ক্ষয়প্রাপ্ত। বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, ব্রোঞ্জের পরতের ওপর খোদায় করা রয়েছে একটি পাখির অবয়ব এবং সেই পাখি তার ঠোঁটে একটি সাপ ধরে রয়েছে, বিশেষজ্ঞদের ভাষায় এবং পুরাণ অনুসারে যা গ্রীসের দেবতা অ্যাপোলোর প্রতীক। শুধু তাই নয়, কঙ্কালটির হাতে বর্তমান একটি সোনার সুতো, যা দেখে অনেক প্রত্নতত্ত্ববিদ মনে করছেন,  যেহেতু সোনা আগেকার দিনে অস্ত্রপচারের কাজে ব্যাবহৃত হতো, হয়তো কোন দুর্ঘটনাতেই প্রাণ গিয়েছিলো সেই মহিলার যার দরুন অস্ত্রোপচার সংঘটিত হয়েছিল যা সফল হয়নি। তবে মহিলার আশেপাশে অন্য কারোর দেহ মেলেনি বলে জানা গিয়েছে।