#Pravati Sangbad Digital Desk:
গরমের প্রভাবে প্রাণ ওষ্ঠাগত মানুষের। সেই সঙ্গে সমানতালে চলছে তাপপ্রবাহ। সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ এশিয়ার দেশগুলো- বিশেষ করে ভারত ও পাকিস্তানে যে বিধ্বংসী তাপপ্রবাহের সৃষ্টি হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে তা আরও বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। কার্যত এটি এ অঞ্চলের ভবিষ্যৎ জলবায়ুর একটি আভাস। আন্তর্জাতিক বিজ্ঞানীদের এক সমীক্ষায় এসব তথ্য উঠে এসেছে। আশঙ্কা করা হচ্ছে তাপপ্রবাহের এই ভয়াল রূপ যদি ভবিষ্যতের বছরগুলিতেও বাড়তে থাকে তাহলে মৃতের সংখ্যা হাজার পেরিয়ে যেতে পারে ভবিষ্যতে ৷ সংবাদসংস্থা এএফপি'র এক রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের গরমে ইতিমধ্যেই প্রায় ৩০ গুণ বেশি তাপপ্রবাহের সাক্ষী থেকেছে দক্ষিণ এশিয়া ৷
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বিশ্ব উষ্ণায়ন যদি এভাবেই বাড়তে থাকে তাহলে অল্প সময়ের ব্যবধানে এরকম তাপপ্রবাহের দাপটে ফের পুড়তে পারে দক্ষিণ এশিয়ার এই দুই দেশ ৷ এই তীব্রপ্রবাহের ফলে বৃষ্টিও ৬০ থেকে ৭০ শতাংশ হয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে ৷ যার প্রভাব পড়েছে গম উৎপাদনে ৷আর এই কারণে প্রি-মনসুন বৃষ্টি'র পরিস্থিতি তৈরি করার ক্ষেত্রে প্রভাব পড়বে বলেই আশঙ্কা। যদিও ভারতে সামান্য'র থেকে ৭১ শতাংশ কম বৃষ্টি হয়েছে। আর তা পাকিস্তানে ৬২ শতাংশ কম হয়েছে। আর এর কারণে ভারতে ফসলে খারাপ প্রভাব পড়েছে।সমীক্ষা পরিচালনা করার জন্য বিজ্ঞানীরা কম্পিউটার স্টিমুলেশনের উপর ভিত্তি করে জলবায়ু পরিবর্তন ছাড়া কী পরিস্থিতি হতে পারে তার সাথে কয়েক দশক আগের মার্চ এবং এপ্রিল মাসের তাপমাত্রার ডেটা রিডিংয়ের তুলনা করেছেন।
রেড ক্রস রেড ক্রিসেন্ট ক্লাইমেট সেন্টারের জলবায়ু ঝুঁকি বিষয়ক উপদেষ্টা রূপ সিং বলেন, ‘দক্ষিণ এশিয়ার মানুষ কিছু মাত্রার গরম তাপমাত্রায় অভ্যস্ত। কিন্তু যখন এটি ৪৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হয়, তখন নিত্যনৈমিত্যিক কাজকর্ম চালানো সত্যিই কঠিন হয়ে পড়ে।’