#Pravati Sangbad Digital Desk:
জ্যৈষ্ঠ মাসের গরম থেকে আপাতত মুক্তি পাবে দক্ষিনবঙ্গবাসি। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর জেরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তবে এবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সপ্তাহের শুক্রবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে দক্ষিণ আন্দামান সাগরে এক ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, যার জেরেই আগামী সোমবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চলে ভারী বৃষ্টি হবে। আলিপুর হাওয়া অফিস থেকে বলা হয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে অবস্থিত নিম্নচাপটি আজ রাতের মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হবে, আবার রবিবার পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে আরও একটি ঘূর্ণিঝড়, যা ক্রমেই উত্তর পশ্চিম দিকে এগবে এবং আরও শক্তিশালি হয়ে পড়বে। ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে অশনি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে অশনি দক্ষিণ উড়িষ্যা ও অন্ধ্র উপকূলের মাঝে আছড়ে পরে, যার ফলে কিছুটা হলেও ক্ষয়ক্ষতির হাত থেকে রেহায় পাবে রাজ্যবাসি।
মৌসম ভবনের তরফ থেকে উড়িষ্যা এবং অন্ধ্র উপকুলে ঝরো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত সপ্তাহেও রাজ্যের তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপর চলে গিয়েছিলো, তীব্র দাব দাহে রীতিমতো প্রাণ ওষ্ঠাগত হয়ে গিয়েছিলো রাজ্যবাসির কিন্তু বর্তমানে কালবৈশাখীর প্রভাবে তা আগের তুলনাই অনেকটাই কম।