Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

নারীশক্তি যোজনার নতুন স্কিমে মহিলারা পাবেন ২ লক্ষ কুড়ি হাজার টাকা

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

কেন্দ্রীয় সরকারের তৈরি করা নারী শক্তি যোজনা মহিলারা পেতে পারেন দু লক্ষ কুড়ি হাজার টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৈরি করা এই যোজনাতে মহিলারা নগদ এই টাকাটা পেতে পারে কেন্দ্রীয় সরকারের দ্বারা। এছাড়াও কুড়ি লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যেতে পারে এই যোজনার মাধ্যমে। তবে এটি শুধুমাত্র নিতে পারেন মহিলারাই। কেন্দ্রীয় সরকারের পেশ করা এই বার্তাটি প্রেস ইনফরমেশন বিউরো টুইট করেছে। এছাড়াও ইউটিউব এর মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই সমগ্র বার্তাটি। টুইটারে প্রেস ইনফরমেশন বিউরো তাদের নিজস্ব টুইটার হ্যান্ডেল এই বার্তাটি প্রেরণ করেছে এবং বলেছেন কেন্দ্রীয় সরকারের তৈরি করা নারী শক্তি যোজনাতে একটি স্কিম সংক্রান্ত বার্তা চারিদিকে ছড়িয়ে পড়ছে। সেই ইউটিউবের ভিডিওতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নারীশক্তি যোজনায় কেন্দ্রীয় সরকার নাকি দু লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত দিচ্ছে এছাড়াও মিলছে ২৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ এর সুযোগ মহিলাদের জন্য। প্রেস ইনফরমেশন বিউরো এই ভিডিওটির সত্যতা যাচাই করে এবং সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছেন। কেন্দ্রীয় সরকার এই ধরনের কোনো প্রকল্প এ নাকি চালাচ্ছে না। এসব ভুয়া ভিডিও তৈরি করে সরকারের নামে অপপ্রচার এবং সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে তাই সমস্ত রকম সত্য তথ্য পাওয়ার জন্য সরকারের অফিশিয়াল ওয়েবসাইট দেখতে বলা হচ্ছে। পিআইবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এইসব বার্তাগুলি থেকে সাধারণ জনগণকে সচেতন থাকতে বলেছে এবং সাধারন জনগনের কাছে অনুরোধ করেছে যেকোনো সরকারি তথ্যের সত্যতা যাচাই করে তবে সেটি ফরোয়ার্ড করতে। এইসব প্রকল্পের ফাঁদে পড়ে অনেক সাধারণ মানুষ তাদের ব্যক্তিগত তথ্য ভুয়ো লোকেদের দিয়ে দেন। এর ফলে সাধারণ মানুষদের ব্যক্তিগত তথ্য ঝুঁকির মধ্যে থাকে। পিআইবির পক্ষ থেকে জানানো হয়েছে সাধারণ মানুষ যেকোনো সরকারী বার্তা সত্যতা পিআইবির মাধ্যমে যাচাই করতে পারে তার জন্য পিআইবি'র অফিশিয়াল লিঙ্ক factcheck.pib.gov -তে সবকিছু দেখতে পারে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজ্য অর্থনীতি
Related News