Flash News
Monday, September 22, 2025

ভিনরাজ্য ফেরত চোরের কাছে মিলল ৫০ লক্ষ টাকার গহনা সহ বেশ কিছু দামি সামগ্রী

banner

journalist Name : Sayani Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

বিলাসবহুল জীবনযাপনের জেরে চুরির পথ বেছে নিয়েছিল যুবক। গা ঢাকা দিয়েও মেলেনি রেহাই। অবশেষে এই দাগী আসামি পাকড়াও হয় হলদিয়া পুলিশের হাতে। তার সঙ্গে মিলেছে ৫০ লক্ষ টাকার সোনার গহনা সহ একাধিক দামি মোবাইল ফোন ও সৌখিন সামগ্রী।
নন্দীগ্রামের কেন্দ্রেমারী অঞ্চলের বাসিন্দা ধৃত দিল মোহাম্মদ। গত কয়েকমাস আগে কর্মসূত্রে দিল্লিতে থাকতো সে। সেখানেও বড়ো চুরির ঘটনায় যুক্ত ছিল অভিযুক্ত। ফলে সেখান থেকে পালিয়ে আসে নন্দীগ্রামে। সেখানে দিল্লি পুলিশ তাঁকে গ্রেফতার করে। ছয় মাস জেল খাটার পর ফিরে আসে হলদিয়া। শিল্পাঞ্চল এলাকায় বসবাস করছিলো ব্রজলালচক এলাকায়। এখানে এসেও চুরি ছাড়েনি দিল মোহাম্মদ। হলদিয়ার ক্ষুদিরামনগরের বাসিন্দা পেশায় ঠিকাদার শম্ভু জানার বাড়িতে চুরি করে সে। জানা গেছে, শম্ভু জানা ও তার পরিবার গত বুধবার বাড়িতে তালা দিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। সন্ধে ফিরে আসে দেখে বিভিন্ন দামি জিনিসের পাশাপাশি গয়না ও টাকা চুরি গেছে। সঙ্গে সঙ্গে খবর দেয় হলদিয়া থানায়। তদন্তে নেমে দিল মোহাম্মদ কে পাকরোও করে হলদিয়া থানার পুলিশ। শম্ভু জানার দাবী, " ২৫ লক্ষ টাকার সোনার গহনা, মোবাইল, ঘড়ি চুরি হয়েছে। "  জিজ্ঞাসাবাদে জানা গেছে, মোহাম্মদ ও তার সাগরেদদের হলদিয়ার ব্রজলালচক বাজার এলাকায় ভাড়া বাড়িতে থেকেই এহেন অপারেশন চালাতো।

সাংবাদিক সম্মেলনে হলদিয়ার এসডিপিও রাহুল পান্ডে জানিয়েছেন, ২৭ শে এপ্রিল সকাল সাড়ে এগারোটা নাগাদ ঠিকাদার শম্ভু জানা সপরিবারে বাড়ির বাইরে গেলে ফাঁকা বাড়িতে হানা দেয় দিল মোহাম্মদ ও তার সাগরেদ। ওই সময় বাড়ির সমানে একজন বাইক নিয়ে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে প্রতিবেশী এক ব্যাক্তি। তিনি  সেটি ভিডিও করেন। পরে পুলিশ ভিডিও দেখে বাইক চালক কে চিনতে না পারলেও বাইকটির সন্ধান চালিয়ে মূল অভিযুক্ত দিল মোহাম্মদ কে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছেন, দিল মোহাম্মদের দুটি বিয়ে। দ্বিতীয় স্ত্রী কে নিয়ে ব্রজলালচকের একটি তিনতলা বাড়িতে ভাড়া থাকতো তে। এই সময়ে দিল মোহাম্মদ বেশ কয়েকটি চুরির ঘটনায় জড়িত ছিল বলেও জানা গেছে। ধৃতের ব্যবহৃত বাইকটির দাম ২০ লক্ষ টাকা। পুলিশের অনুমান এর সাথে আরও কোনো বড়ো গ্যাং জড়িত আছে। এছাড়া আরও অনেক মূল্যবান সামগ্রী লুকিয়ে রেখেছে মোহাম্মদ। তদন্ত ও খোঁজ চলছে। আজ ধৃতকে হলদিয়া মহকুমা আদালতে নিয়ে যাওয়া হবে। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজ্য
Related News