Flash News
Monday, September 22, 2025

পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মানববোমা বিস্ফোরণ

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

ভয়াবহ বিস্ফোরণ করাচি বিশ্ববিদ্যালয় চত্বরে! ২৬শে এপ্রিল ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল করাচি বিশ্ববিদ্যালয় চত্বর। এই ভয়াবহ বিস্ফোরনে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। পাকিস্তান সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে করাচি বিশ্ববিদ্যালয় চত্বরে বিস্ফোরণ ঘটে। চত্বরের অন্দরে কনফুসিয়াস ইনস্টিটিউটের একেবারে কাছেই বিস্ফোরণ ঘটেছে বলে জানা গিয়েছে। বিস্ফোরণের পিছনের কারণ কি সেই বিষয়ে এখনও জানা যায়নি। ঘটনার খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, একটি সাদা ভ্যানের ভিতরেই বিস্ফোরক ছিল। তবে একটি ভিডিওয় দেখা গিয়েছে আত্মঘাতী জঙ্গি এক তরুণী দাঁড়িয়ে ছিল গাড়িটির পাশে। মনে করা হচ্ছে, সেই রিমোটের সাহায্যে বিস্ফোরণ ঘটিয়েছে। বিস্ফোরণের পরে দ্রুত এলাকা ঘিরে ফেলে উদ্ধারকারী দল। করাচির পুলিশ প্রধান জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে এটি আত্মঘাতী হামলা। ঘটনাস্থল থেকে একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেখানে এক মহিলাকে আপাদমস্তক বোরখায় ঢেকে ওই গাড়ির দিকে যেতে দেখা গিয়েছিল। তার পরই বিস্ফোরণ ঘটে তবে জানা গেছে,মহিলার নাম শারি বালুচ ওরফে ব্রামশ। তিনিই বিএলএ-র বিদ্রোহী গোষ্ঠীর প্রথম আত্মঘাতী মানববোমা। ৩০ বছরের শারি জীববিদ্যার পাশাপাশি দর্শনেও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছিল তবে একজন শিক্ষিকা হয়েও কী জন্য তিনি এই বিস্ফোরণটি তিনি ঘটালেন তা এখনও অজানা। 
এই হামলার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার জন্য পাকিস্তান প্রশাসনকে আর্জি জানিয়েছে চিন। শুধু তাই নয়, পাকিস্তানে যত চিনা নাগরিক কর্মরত রয়েছেন তাঁদের নিরাপত্তার দাবিও তুলেছে তারা।চিনের সহকারী বিদেশমন্ত্রী উ জিয়াংহাও জরুরি ভিত্তিতে পাক রাষ্ট্রদূতকে ফোন করে হামলার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। 
সম্প্রতি  ইমরান খান সরকারকে পদচ্যুত করে পাকিস্থানে নতুন প্রধানমন্ত্রী হয়েছেন শাহবাজ শরিফ। আর শরিফের পাক মসনদে বাসার এক মাসের মধ্যেই এই বিস্ফোরণ ফলে মনে করা হচ্ছে এই ঘটনায় যথেষ্ট চাপে থাকতে পারে বলে  নতুন সরকার। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News