Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

২৬/১১-র হামলার ধাঁচেই নাশকতার ছক ছিল জঙ্গিদের

banner

journalist Name : Avinaba Poddar

#দিল্লি:

দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার নীরজ ঠাকুর জানিয়েছেন,  ”মাল্টি স্টেট অপারেশেন চালাচ্ছিল ধৃত জঙ্গরা। জন পাকিস্তানে গিয়ে এই বছরেই ট্রেনিং নিয়ে ফিরেছে। বিমানে উড়িয়ে নিয়ে যাওয়া হয় জনকে। প্রথমে মাসকটে। সেখান থেকে জাহাজ বা নৌকায় পাকিস্তানে আসে। বিস্ফোরক তৈরি, একে ৪৭ চালানো শেখানো হয়েছে। ১৫ দিন ট্রেনিং হয়েছে। ট্রেনিংয়ের পর ফের মাসকটে যায়। দুই পাক প্রশিক্ষণপ্রাপ্তদের বিভিন্ন শহরে আসন্ন উৎসবে হামলার পরিকল্পনা ছিল। আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক উদ্ধার হয়েছে।


নীরজ ঠাকুর আরও জানিয়েছেন, ধৃতদের সঙ্গে পাক যোগ স্পষ্ট। কারণ, তারা জেরায় স্বীকার করেছে দাউদ ইব্রাহিমের ভাই আনিশ ইব্রাহিমের টাকায় তাদের প্রশিক্ষণ দিয়েছিল আইএসআই। এবং ওই প্রশিক্ষণ শিবিরে কমপক্ষে ১৪ থেকে ১৫ জন বাংলাভাষীও প্রশিক্ষণ নিয়েছে বলে দাবি দিল্লি পুলিশের। দিল্লি পুলিশ জানিয়েছে, ধৃত জঙ্গিরা জেরায় স্বীকার করেছে ওই ব্যক্তিরা বাংলাদেশ থেকে প্রশিক্ষণ নিতে এসেছিল।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিদ্রোহ রাজনৈতিক
Related News