Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Sunday, September 21, 2025

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, জারি সুনামি সতর্কতা। সুনামির ধাক্কা পৌঁছল আমেরিকায়

banner

journalist Name : Bidisha Karmkar

#Pravati Sangbad Digital:

বড়সড় ভূমিকম্প রাশিয়ায়। ৮.৮ মাত্রার বিরাট এই ভূমিকম্পের উৎপত্তিস্থল রাশিয়ার পূর্ব ক্ষেত্র কামচটকা পেনিনসুলা। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে আমেরিকা, জাপান-সহ একাধিক দেশে কম্পন অনুভূত হয়। ঘটনার পর রাশিয়ার উপকূলবর্তী অঞ্চলে সুনামির বিরাট ঢেউ দেখা গিয়েছে। যার উচ্চতা প্রায় ১৩ ফুট। ঘটনার পর জারি করা হয়েছে সুনামি সতর্কতা। উপকূলবর্তী অঞ্চল থেকে মানুষকে সরানোর কাজ শুরু হয়েছে।

সুনামির ভয়াল দাপটে ইতিমধ্যেই রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চল সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাশিয়ার সাখালিন অঞ্চল ভূমিকম্পের দাপটে অন্ধকারে ডুবে আছে।          এবার হাইওয়ের উপরে ভেঙ্গে পড়ছে বিমান

রিপোর্ট বলছে, আগামী ৩ ঘণ্টার মধ্যে বিরাট সুনামি আসতে চলেছে রাশিয়ায়। কামচটকার বিভিন্ন এলাকায় প্রায় ১৩ ফুট উঁচু ঢেউ আছড়ে পড়ার খবর পাওয়া গিয়েছে। বাসিন্দাদের উপকূল থেকে নিরাপদ দুরত্বে সরে আসার কথা জানিয়েছেন তিনি। দাবি করা হচ্ছে, এই কম্পনের ফলে উত্তর-পশ্চিমের হাওয়াই দ্বীপপুঞ্জ ও রাশিয়ার উপকূলে ঢেউয়ের উচ্চতা হবে ১০ ফুটের উপর। এছাড়াও ৩ ফুটের উপর সুনামির ঢেউ আছড়ে পড়তে চলেছে ফিলিপিন্স, চুক, কোসরে, মার্সাল দ্বীপপুঞ্জে। উত্তর ও দক্ষিণ কোরিয়া, জাপান ও তাইওয়ানেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে।


ঘটনার পর এক্স হ্যান্ডেলে সতর্কবার্তা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘প্রশান্ত মহাসাগরে এক বিশাল ভূমিকম্পের কারণে হাওয়াইবাসীদের উদ্দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। আলাস্কা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানও ক্ষতিগ্রস্ত হতে পারে। ইতিমধ্যেই জাপানের বেশকিছু এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা শুরু হয়েছে। 


ইতিমধ্যেই জাপানের আবহাওয়া দফতর সুনামি সতর্কতা জারি করেছে, প্রশান্ত মহাসাগর উপকূলে ৩ মিটার পর্যন্ত ঢেউ আছড়ে পড়তে পারে বলে জানানো হয়েছিল। এর মধ্যেই খবর পাওয়া গিয়েছে প্রায় ৫০ মিটার উঁচু ঢেউ আছড়ে পড়েছে জাপানের ইশিনোমাকি বন্দরে। গোটা এলাকা খালি করার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। এই সুনামি উসকে দিয়েছে ২০১১ সালের সুনামির ভয়াল স্মৃতি। তাই ইতিমধ্যেই ফুকুশিমা পরমাণু কেন্দ্র থেকে সমস্ত কর্মীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ভূমিকম্প আন্তর্জাতিক আজকের দিনে
Related News