Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Sunday, September 21, 2025

বর্ষায় নিমপাতা ব্যবহার করলে ত্বকের কী কী উপকার হয়?

banner

journalist Name : Ananya Dey

#Pravati Sangbad Digital Desk:

বর্ষার সময় ত্বকের যত্ন দরকার। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ঘাম ধুলোবালি মিশে ত্বকে অস্বস্তিকর ভাব তৈরি করে। ত্বক হয়ে ওঠে নিস্তেজ, শুষ্ক এবং কখনও কখনও সংক্রমণের ঝুঁকিও তৈরি হয়। এমন অবস্থায় বাজারচলতি প্রসাধনীর পরিবর্তে অনেকেই প্রাকৃতিক উপায়ের ওপর ভরসা রাখতে চান। আর প্রাকৃতিক রূপচর্চার ক্ষেত্রে নিমপাতার জুড়ি নেই। বর্ষাকালে ঘাম ধুলার সঙ্গে জীবাণুর সংক্রমণও বেড়ে যায়। এতে ত্বকে ব্রণ, র‍্যাশ, ফাঙ্গাল ইনফেকশনসহ নানা সমস্যা দেখা দিতে পারে। এছাড়া, আর্দ্র আবহাওয়ায় ত্বকের স্বাভাবিক জেল্লা হারিয়ে যায়। সাধারণত বর্ষায় আমাদের ত্বক তার স্বাভাবিক রোদেলা উজ্জ্বলতা ধরে রাখতে পারে না। ফলে এক ধরনের নিস্তেজতা রুক্ষভাব দেখা দেয়। নিম গাছের পাতায় রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ফাংগাল অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদান। এই গুণগুলিই নিমপাতাকে করে তোলে বর্ষার ত্বকচর্চায় আদর্শ উপাদান। নিমপাতা ত্বককে পরিষ্কার রাখে, সংক্রমণের আশঙ্কা কমায় এবং ত্বকের গভীর থেকে পরিষ্কার করে উজ্জ্বলতা ফিরিয়ে আনে।

হৃদযন্ত্রের সুস্থতায় যেসব খাবার হতে পারে আপনার প্রতিদিনের রক্ষাকবচ

বর্ষায় নিমপাতা ব্যবহার করবেন কীভাবে?

নিমপাতার ফেসপ্যাক- নিমপাতা বেটে সামান্য হলুদ মধু মিশিয়ে মুখে লাগান। ১৫-২০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে  ধুয়ে ফেলুন। এটি ত্বকে উজ্জ্বলতা আনবে ব্রণ কমাতে সাহায্য করবে। নিমপাতা এক্সফোলিয়েটর- নিমপাতা শুকিয়ে গুঁড়ো করে তা বেসন বা ওটসের সঙ্গে মিশিয়ে স্ক্রাব হিসাবে ব্যবহার করতে পারেন। এটি ত্বকের মৃতকোষ দূর করে এবং ত্বককে করে তোলে মসৃণ কোমল। নিম টোনার- নিমপাতা ফুটিয়ে ঠান্ডা করে তা বোতলে ভরে রেফ্রিজারেটরে রেখে দিন। এটি নিয়মিত ব্যবহার করলে ত্বক পরিষ্কার থাকবে, রোমছিদ্র বন্ধ হবে এবং ত্বক টানটান থাকবে। ময়েশ্চারাইজার হিসাবে নিম- নিমপাতা অ্যালো ভেরা জেল মিশিয়ে একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার তৈরি করা যায়, যা ত্বককে হাইড্রেট করে বলিরেখা প্রতিরোধ করে। নিয়মিত নিমপাতা ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বজায় থাকে, ব্রণ র‍্যাশ কমে, ত্বকের গভীর পরিষ্কার হয়, ত্বক মসৃণ কোমল হয়, বলিরেখা বয়সের ছাপ প্রতিরোধ করে।


বর্ষায় ত্বকচর্চায় প্রাকৃতিক উপাদান ব্যবহার শুধু নিরাপদই নয়, দীর্ঘমেয়াদে কার্যকরও। নিয়মিত যত্নে এবং সঠিকভাবে নিমপাতা ব্যবহার করলে ত্বকের জেল্লা ফিরিয়ে আনা খুব একটা কঠিন নয়। এবার বর্ষায় ত্বকের পরিচর্যায় রাখুন নিমপাতা। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রূপচর্চা লাইফস্টাইল
Related News