Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

দক্ষিণবঙ্গজুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি, জারি সতর্কতা হাওয়া অফিসের

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া পরিবর্তনের এই ধারা আগামী ২২ এপ্রিল পর্যন্ত চলবে বলে মনে করা হচ্ছে। একাধিক জেলায় ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির আশঙ্কায় হাওয়া অফিসের তরফে জারি করা হয়েছে হলুদ এবং কমলা সতর্কতা। আজ বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।  


১৭ এপ্রিল: দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা।  ৪০-৫০ কিমি/ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়াকলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়।  ৫০-৬০ কিমি/ঘণ্টা বেগে ঝড় পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায়।  

১৮ এপ্রিল: বৃষ্টিপাত অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। ৪০-৫০ কিমি/ঘণ্টা ঝোড়ো হাওয়া কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়।  ৫০-৬০ কিমি/ঘণ্টা ঝোড়ো হাওয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায়।  

ওয়াকফ ইস্যুতে উত্তাল বাংলা: শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর, আজ নেতাজি ইন্ডোরে গুরুত্বপূর্ণ সম্মেলন

তাপমাত্রার পূর্বাভাস (কলকাতা):  

১৭ এপ্রিল: সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩৩°C।  

১৮-১৯ এপ্রিল: সর্বোচ্চ তাপমাত্রা সামান্য কমে পৌঁছাবে ৩২°C-এ।  

২০ এপ্রিল: তাপমাত্রা বাড়বে, পৌঁছাতে পারে ৩৪°C-এ।  

২১-২২ এপ্রিল: সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাবে ৩৫°C-এর আশপাশে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

আবহাওয়া রাজ্য
Related News