Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Sunday, September 21, 2025

চিরসুন্দর ত্বকের খোঁজে: মুখের দাগছোপ বা পিগমেন্টেশন দূর করার ১১টি কার্যকর উপায়”

banner

journalist Name : Ananya Dey

#Pravati Sangbad Digital Desk :

সূর্যের কড়া রোদ, দূষণ, মানসিক চাপ বা হরমোনের গোলযোগ—এই সব মিলিয়ে আজকাল মুখে পিগমেন্টেশন বা দাগছোপের সমস্যা অনেকটাই বেড়ে গিয়েছে। কপাল, গাল, ঠোঁটের আশপাশ কিংবা চোখের নিচে কালচে দাগ পড়ে যাওয়া আমাদের ত্বকের সৌন্দর্য হরণ করে। তবে চিন্তার কিছু নেই। ঘরোয়া উপায়, সঠিক রুটিন এবং কিছু আধুনিক চিকিৎসা-পদ্ধতিতে এই পিগমেন্টেশন ধীরে ধীরে কমিয়ে আনা সম্ভব।


চলুন জেনে নেওয়া যাক, কীভাবে প্রাকৃতিক এবং আধুনিক ১১টি উপায়ে পিগমেন্টেশন মুক্ত উজ্জ্বল ত্বক ফিরে পাওয়া যায়। লেবুর রস ও মধু: লেবুতে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান। ১ চা চামচ লেবুর রস ও ১ চা চামচ মধু মিশিয়ে দাগের ওপর লাগান। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। তবে সংবেদনশীল ত্বকে এটি ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করুন। অ্যালোভেরা জেল: রাতে ঘুমোতে যাওয়ার আগে অ্যালোভেরা জেল লাগালে ত্বকের পিগমেন্টেশন ধীরে ধীরে হালকা হয়। অ্যালোভেরার মধ্যে থাকা অ্যালোসিন ত্বককে স্নিগ্ধ ও উজ্জ্বল করে। কাঁচা হলুদ ও দুধ: হলুদে থাকে কারকিউমিন নামক উপাদান যা ত্বকের কালো দাগ হালকা করে। ১ চিমটে কাঁচা হলুদ, ১ চা চামচ দুধ দিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগাতে পারেন সপ্তাহে ৩ দিন।  ভিটামিন সি সিরাম: ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে এবং মেলানিন উৎপাদন কমিয়ে দেয়। প্রতিদিন সকালে ময়শ্চারাইজার ব্যবহারের আগে কয়েক ফোঁটা সিরাম লাগান। সানস্ক্রিন ব্যবহার: সূর্যের অতি বেগুনি রশ্মি পিগমেন্টেশনের সবচেয়ে বড় কারণ। দিনে অন্তত ২ বার SPF 30 বা তার বেশি মূল্যের সানস্ক্রিন ব্যবহার বাধ্যতামূলক। পর্যাপ্ত ঘুম ও জলপান: শরীরের ভিতর থেকে যদি ত্বক ঠিক না থাকে, তাহলে বাইরের যত্নও কাজে আসবে না।

মগজের জিম: ১০টি অনুশীলন যা আপনার মস্তিষ্ককে করবে তীক্ষ্ণ ও কর্মক্ষম

প্রসঙ্গত,  প্রতিদিন ৭-৮ ঘণ্টা ঘুম ও অন্তত ৮ গ্লাস জল পান করা আবশ্যক।  গ্রিন টি এক্সট্র্যাক্ট: গ্রিন টিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কালচে ভাব কমায়। ঠান্ডা গ্রিন টি ব্যাগ চোখের নিচে রাখতে পারেন বা ঘরে তৈরি গ্রিন টি টোনার স্প্রে করে নিতে পারেন। স্ট্রেস কমান: চিন্তা ও মানসিক চাপ ত্বকের পিগমেন্টেশনের এক বড় কারণ। প্রতিদিন ধ্যান, বই পড়া বা হালকা ব্যায়াম করে মনের শান্তি বজায় রাখা দরকার। পিগমেন্টেশন রাতারাতি চলে যাবে না, তবে ধৈর্য, নিয়মিত যত্ন এবং বিজ্ঞানসম্মত পদ্ধতির মাধ্যমে তা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। সব সময় মনে রাখবেন, সৌন্দর্য মানে কেবল নিখুঁত ত্বক নয়, বরং নিজেকে ভালোবাসা এবং নিজের প্রতি যত্নশীল থাকা। "সুন্দর ত্বকের জন্য সচেতন হোন, নিয়ম মেনে চলুন – আত্মবিশ্বাসই হোক আপনার আসল রূপচর্চা!"

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রূপচর্চা লাইফস্টাইল
Related News