রাজ্যে মৌসুমি বায়ুর আনাগোনা শুরু হলেও দক্ষিণবঙ্গে এখনই গরমের হাত থেকে স্বস্তি মিলছে না। ঝড়বৃষ্টি শুরু হলেও বজায় রয়েছে হাঁসফাঁস করা অস্বস্তি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। বরং জলীয় বাষ্পে ভরপুর বাতাস এবং উচ্চ আপেক্ষিক আর্দ্রতা পরিস্থিতিকে আরও কষ্টকর করে তুলছে।
আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু নির্ধারিত সময়ের প্রায় পাঁচদিন আগেই—গত ১৩ মে—নিকোবর দ্বীপপুঞ্জ সহ দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ ও উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়েছে। এখন সেটি উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। এরই মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, যা দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে আছে। পাশাপাশি পাঞ্জাব থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর বাংলাদেশের উপর বিরাজ করছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে দক্ষিণবঙ্গে। আজ, মঙ্গলবার, দক্ষিণবঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। সকাল থেকে কিছুটা মনোরম আবহাওয়া থাকলেও বেলা বাড়তেই রোদের তেজ বাড়বে এবং সেই সঙ্গে গরম ও অস্বস্তিও বাড়বে। তবে বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও আজ মাঝারি ধরনের ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। আজকের দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৯ থেকে ৮৯ শতাংশের মধ্যে।
আলিপুর চিড়িয়াখানায় আসছে সবুজ অ্যানাকোন্ডা
উলেখ্য, উত্তরবঙ্গে ইতিমধ্যেই সক্রিয় হয়েছে বর্ষার প্রভাব। আজ সমস্ত জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। এই জেলাগুলিতে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়াও কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও কালবৈশাখীর মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। কিছু এলাকায় ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, অন্তত আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টি চলবে। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।