Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর পিছিয়ে গেলো হিথরো বিমানবন্দরে অগ্নিকাণ্ডের কারণে

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk:

শনিবারের পরিকল্পনা অনুযায়ী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুবাই হয়ে লন্ডনে যাওয়ার কথা ছিল। তবে, হিথরো বিমানবন্দরে অগ্নিকাণ্ডের কারণে এ সফর কিছুটা পিছিয়ে যাচ্ছে বলে প্রশাসনিক সূত্র থেকে জানা গেছে।


সূত্রের খবর অনুযায়ী, ২২ মার্চ সকালে মমতা বন্দ্যোপাধ্যায়সহ তাঁর প্রতিনিধি দল, যার মধ্যে মুখ্যসচিবও ছিলেন, ৯টা ১০ মিনিটের বিমান ধরে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। শনিবার রাত ৮টার মধ্যে তাঁদের হিথরো বিমানবন্দরে পৌঁছানোর পরিকল্পনা ছিল। কিন্তু হিথরো বিমানবন্দরে ঘটে যাওয়া বড় ধরনের অগ্নিকাণ্ডের কারণে বিমান ওঠানামায় বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর ফলে, আন্তর্জাতিক বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে, এবং নিরাপত্তার কারণে বেশ কিছু ফ্লাইট বাতিলও করা হয়েছে।

আট দেশে ৪৯ জন ভারতীয়ের মাথায় ঝুলছে মৃত্যুদণ্ডের খাঁড়া

উলেখ্য,  এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সফর সাময়িকভাবে পিছিয়ে গেছে। প্রশাসনিক সূত্রে আরও জানানো হয়েছে, মমতার সফরের নতুন সূচি শিগগিরই প্রকাশ করা হবে। এই সফরে মমতার সঙ্গে মুখ্যসচিব এবং কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা যাওয়ার কথা ছিল। তবে এ সময়ের মধ্যে নতুন সফরসূচি ঠিক করা হবে বলে প্রশাসন জানিয়েছে।  এদিকে, মূলত লন্ডনে এই সফরের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক এবং কর্মসূচি ছিল, যা এখন পুনঃনির্ধারণ করতে হবে। জনসাধারণ ও গণমাধ্যমের কাছ থেকে বিষয়টির বিস্তারিত জানানো হবে প্রশাসনের তরফ থেকে

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিদেশ
Related News