বঙ্গে আগমন কালবৈশাখীর! বৃহস্পতিবার থেকেই রাজ্য জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকেই পশ্চিমবঙ্গে কালবৈশাখীর প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হবে। বিকেল থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি শুরু হতে পারে। সেই সঙ্গে কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এই পরিস্থিতি রবিবার পর্যন্ত উত্তরবঙ্গেও বজায় থাকতে পারে।

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের হুগলি, দুই মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রামসহ বেশ কিছু জেলায় ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে, এবং ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বেগে ঝোড়ো হাওয়া বইবে। এই অঞ্চলের জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, যার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টি অব্যাহত থাকবে। ওই দিন বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে দক্ষিণের সব জেলাতেই।


প্রসঙ্গত,  বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম হলেও শুক্রবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যার জন্য ওই দুই দিন হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। শনিবারে পরিস্থিতি আরও জটিল হতে পারে, সঙ্গে দমকা হাওয়ার গতিবেগও বাড়বে। আবহবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার ফলে রাজ্যজুড়ে কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এই ঝোড়ো হাওয়ার কারণে সমুদ্র উত্তাল থাকতে পারে, এবং উপকূলে মৎস‍্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তাঁদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, বিশেষত শুক্রবার পর্যন্ত।

চৈত্রের শুরুতেই গরমে নাজেহাল আমজনতা, বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস

উলেখ্য,  বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। তবে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কারণে তাপমাত্রা ধীরে ধীরে কমবে। বিশেষত, সপ্তাহের শেষে ৪-৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। তবে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। কালবৈশাখী প্রভাবে রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ, শিলাবৃষ্টি সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে। উপকূলীয় এলাকায় মৎস‍্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এই আবহাওয়া পরিস্থিতি পরবর্তী কিছু দিন পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

আবহাওয়া রাজ্য
Related News