উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন: কুয়াশা, বৃষ্টি ও তাপমাত্রার পূর্বাভাস

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk:

রবিবার ও সোমবার, ১২-১৩ জানুয়ারি, দার্জিলিংয়ে বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় সোমবার ঘন কুয়াশার সতর্কতা থাকবে। তবে, মকর সংক্রান্তির দিন বৃষ্টির সম্ভাবনা নেই এবং আকাশ পরিষ্কার থাকার পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া- রবিবার থেকে শুরু হওয়া আবহাওয়া পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, এবং উত্তর দিনাজপুরে দৃশ্যমানতা ৫০ মিটার বা তারও নিচে নেমে আসতে পারে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নামবে। এতে গাড়ি চলাচল এবং যাতায়াতে সমস্যা হতে পারে। উত্তরবঙ্গের তাপমাত্রা কমে যাবে, তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে বলে জানানো হয়েছে।

মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুর ঘটনায় নিষিদ্ধ স্যালাইন ব্যবহারের অভিযোগ

দক্ষিণবঙ্গের আবহাওয়া- দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় সোমবার ঘন কুয়াশার সতর্কতা থাকবে। কলকাতা, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া এই অঞ্চলের মধ্যে পড়ে। সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। তবে কুয়াশার পরিমাণ পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে বেশি হবে। কলকাতায় তাপমাত্রা কিছুটা বাড়বে এবং ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। তাপমাত্রা আরও বাড়তে পারে আগামী দু'দিনে, তবে শীতের তীব্রতা কমে যাবে।

মকর সংক্রান্তির আবহাওয়া- মকর সংক্রান্তিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, বরং আকাশ থাকবে পরিষ্কার। সকাল বেলা কিছু কুয়াশা থাকতে পারে, তবে শীতের আমেজ বজায় থাকবে। তাপমাত্রা সাধারণত স্বাভাবিকের কাছাকাছি থাকবে, তবে জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই। 


কলকাতার আবহাওয়া-  রবিবার সকালে কলকাতায় হালকা কুয়াশা, তবে পরে আকাশ পরিষ্কার । রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। গতকাল শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি কম ছিল। রবিবারের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫২ থেকে ৯১ শতাংশের মধ্যে ছিল। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ১৪ ডিগ্রি থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। এদিনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা ও দার্জিলিংয়ে বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে, অন্যদিকে দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট বাড়বে, বিশেষত কলকাতা ও আশপাশের অঞ্চলে। তবে, শীতের তীব্রতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আর মকর সংক্রান্তির দিন বৃষ্টি বা তীব্র শীতের কোনো সম্ভাবনা নেই।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজ্য তাপমাত্রা
Related News