Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

এবার বিদ্যুতের দাম আরও সস্তা হয়ে যাবে! বললেন মুখ্যমন্ত্রী

banner

journalist Name : Bidisha Karmakar

#Pravati Sangbad Digital Desk :

বর্তমানে রাজ্যবাসীর মধ্যে বিদ্যুতের দাম নিয়ে ব্যাপক অসন্তোষ রয়েছে, বিশেষ করে CESC-এর বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে। এই বিষয়টি অজানা নয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে, এবং সম্প্রতি রাজ্য বাজেট পেশের পর এক সাংবাদিক বৈঠকে তিনি বিদ্যুৎ খাতের নানা সমস্যার কথা তুলে ধরেন।  

উলেখ্য,  মুখ্যমন্ত্রী, দেউচা-পাচামি কয়লা প্রকল্পের কথা বলতে গিয়ে CESC এবং বিদ্যুতের দাম নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, "দেউচা-পাচামি থেকে আমরা যে কয়লা পাব, তাতে ১০০ বছর ধরে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। সেই কয়লা থেকে উৎপন্ন বিদ্যুতের দাম আগামী দিনে অনেক কমে যাবে।"  তিনি আরও জানান, রাজ্য সরকার বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই, তবে CESC একটি স্বশাসিত সংস্থা হওয়ায় তাদের নির্দিষ্ট নিয়ম ও নীতি অনুযায়ী দাম বৃদ্ধি করতে পারে। এই প্রসঙ্গে তিনি CESC-এর পেছনে থাকা কেন্দ্রীয় কর্তৃপক্ষের দিকেও ইঙ্গিত করেন, যা তাঁর মতে, বেশ কিছু সমস্যা তৈরি করে। তবে, মুখ্যমন্ত্রী আশাবাদী যে দেউচা-পাচামি প্রকল্প সফল হলে বিদ্যুতের দাম উল্লেখযোগ্যভাবে কমে যাবে।  

বাজেট বক্তৃতায় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণা

এছাড়াও, মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, "দেউচা-পাচামির জন্য জমি নেওয়ার পর ইতিমধ্যে সেখানে অনেক কর্মসংস্থান তৈরি করা হয়েছে। হোমগার্ড, শিক্ষাক্ষেত্রে নানা উন্নয়ন, নতুন বাড়ি, স্কুল ও হাসপাতালও নির্মিত হবে। এমনকি, যারা জমি দিতে চান, তাদেরও ক্ষতিপূরণ এবং সুযোগ দেওয়া হবে।"  তিনি আরও জানান, এই প্রকল্পের মাধ্যমে প্রায় ১ লাখ কর্মসংস্থান তৈরি হবে, যা শুধুমাত্র দেউচা-পাচামি এলাকায় হবে। এই উদ্যোগের উদ্দেশ্য হলো, আগামী ১০০ বছরে বিদ্যুতের চাহিদা পূরণ করা এবং মানুষ যাতে সস্তা বিদ্যুৎ পায়, লোডশেডিং-এ যাতে ভোগান্তি না হয়।  তবে, বিদ্যুৎ পরিষেবার উন্নতির পথে এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে। গরমের সময় রাজ্য জুড়ে অনেক জায়গাতেই বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয় এবং অতিরিক্ত গরমে লোডশেডিংয়ের কারণে গ্রামের মানুষজন নানা সমস্যার সম্মুখীন হন। এই পরিস্থিতির প্রতিবাদে অনেক গ্রামে রাস্তা অবরোধের মতো আন্দোলনও হয়েছে।  মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন, দেউচা-পাচামি প্রকল্প সফল হলে এই সমস্যা আর থাকবে না এবং বিদ্যুৎ সেবায় একটি বড়ো পরিবর্তন আসবে।  


প্রসঙ্গত,  রাজ্য সরকার বিদ্যুতের দাম কমানোর উদ্যোগে সচেষ্ট, তবে CESC-এর মতো স্বশাসিত সংস্থাগুলোর ভূমিকা এই দামে প্রভাব ফেলছে। দেউচা-পাচামি প্রকল্প সফল হলে বিদ্যুতের দাম কমে আসবে এবং লোডশেডিংয়ের সমস্যা কমবে বলে আশা করা হচ্ছে। তবে, এটি নিশ্চিত হতে কিছু সময় লাগবে, এবং শর্ত পূরণের পরেই জনগণ উপকৃত হবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News