Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Sunday, September 21, 2025

দাগছোপ থাকবে না, ত্বকের পরিচর্যায় কীভাবে কাজে লাগাবেন আঙুরের রস

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

আঙুরের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমরা সকলেই জানি! লাল, কালো কিংবা সবুজ, আঙুর যেমনই হোক না কেন, উপকারিতা হিসেবে কিন্তু সব আঙুরই সমান। কিন্তু রসালো এই ফলটি যে কেবল খাদ্য হিসেবেই উপকারী তা নয়! ভিটামিন, খনিজ আর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আঙুর ত্বকের যত্নেও জাদুকরী প্রভাব ফেলতে পারে।

অ্যান্টি-এজিং গুণ সম্পন্ন আঙুর ত্বকে বয়সের ছাপ পড়তে বাধা দেয়। ত্বক পরিষ্কার রাখে। ত্বকের দাগ ছোপ দূর করে। আর সানবার্ন থেকেও আমাদের ত্বককে রক্ষা করে। এ ছাড়াও আঙুরে রয়েছে ভিটামিন কে, ই, সি, ভিটামিন বি১, বি২-এর মতো উপকারী পুষ্টিগুণ। এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড, যে কারণে ত্বকে কোলাজেন উৎপাদন বাড়ায়। তাই, সুন্দর লাবণ্যময় ত্বক পেতে হলে ব্যবহার করুন আঙুর! কিন্তু ত্বকের যত্নে কী ভাবে কাজে লাগাবেন আঙুরকে? আসুন জেনে নেওয়া যাক।

অতিরিক্ত স্ট্রেস থেকে অনেক সময়ই ঘুম কম হয়। আর ঘুম হলেই তখন ডার্ক সার্কেলের সমস্যা হয়। যে কোনও বয়সেই হতে পারে ডার্ক সার্কেলের সমস্যা। এক্ষেত্রেও কাজে লাগিয়ে নিন আঙুর।

আঙুর জলে ধুয়ে ব্লেন্ডারে পিষে নিন। এবার তা চোখের তলায় লাগিয়ে নিন পুরু করে। সারারাত লাগিয়ে রেখে পরদিন সকালে তা ধুয়ে নিন। এইভাবে একসপ্তাহ করতে পারলে ডার্ক সার্কেলের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যায়।

ত্বক যদি বেশি তৈলাক্ত হয় সেখান থেকে হয় ব্রণর সমস্যাী। এক্ষেত্রেও কিন্তু কাজে লাগানো যায় আঙুর। ত্বকে তেলের ভাগ বেশি থাকলে ব্রণ, পিম্পলের সমস্যা হবেই। ৮-৯ টি কালো আঙুর একসঙ্গে পিষে নিন। এবার এর সঙ্গে মুলতানি মাটি আর সামান্য গোলাপ জল মিশিয়ে নিন। এরপর ১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ঈষদুষ্ণ জলে মুখ ধুয়ে নিতে হবে।

শুষ্ক ত্বকেও খুব ভাল কাজ করে আঙুর। ত্বক শুষ্ক হয়ে গেলে ত্বকের লাবণ্য হারিয়ে যায়। সেই সঙ্গে চুলকানির সমস্যা হতে পারে। আঙুর আর স্ট্রবেরি একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে নিন। এবার তা মুখে ভাল করে লাগিয়ে নিন। এবার তা শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে নিন। এতে ত্বকের লাবণ্য ফিরবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রূপচর্চা লাইফস্টাইল
Related News