#Pravati Sangbad Digital Desk:
গতকাল ছিল রং খেলা। আর সবার মত আপনিও নিশ্চয়ই রং খেলেছেন। আর সেই রং তোলার জন্য নিশ্চয়ই মুখে জোরে জোরে সাবানও ঘষেছেন। তাতে কি আপনার মুখে সব রং উঠে গেছে? যদিও উঠে যায় তবুও এরকম ভাবে কখনই মুখের রং তোলা উচিত নয়, এতে আমাদের চামড়ার ক্ষতি হবে। আর হোলি খেলতে নামার আগে যেমন রং তাড়াতাড়ি উঠে যাওয়ার জন্য, যেমন কিছু কাজ থাকে রং খেলার পরেও কিছু কাজ থাকে। যার দ্বারা মুখের রং তাড়াতাড়ি উঠে যায়। আর তার মধ্যে অন্যতম হলো এলোভেরা জেল। আর অ্যালোভেরা জেল শুধু রং তুলতেই নয়, আমাদের চামড়ার জন্য অত্যন্ত উপকারী একটি উপাদান। এছাড়াও রং খেলার পর মুখে জ্বালাও অনুভব করলেও অ্যালোভেরা জেল লাগান, ঠান্ডা হবে মুখ।
এছাড়াও রং খেলার পর মুখের রং উঠুক বা না উঠুক আমাদের মুখ কিন্তু শুষ্ক হয়ে যায়। আর সেই জন্যই আমাদের মুখের চামড়াকে কে আর্দ্র রাখা প্রয়োজন। আর তার জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো মধু। আর এই মধুকে মুখে ভালো করে মেখে নিয়ে ধুয়ে ফেলতে হবে। তাতে যেমন মুখের মধ্যে থাকা রঙের ছোপ উঠে যাবে, এছাড়াও আমাদের মুখ সবসময় এর জন্য আর্দ্র থাকবে। আপনি কি জানেন প্রাকৃতিক ব্লিচ বলা হয় আলুর রসকে? আর সেই জন্যই মুখের রং তুলতে এই ধরনের ব্লিচ করা দরকার। তাই আলুর রস বের করে নিয়ে সেটাকে একটি কটন প্যাডে করে মুখের লাগিয়ে ধুয়ে ফেলতে হবে। অলিভ অয়েলের গুণ তো আমরা কম বেশি সকলেই জানি। আর রং খেলার সময় আমরা এটা ভাবি না যে রঙের মধ্যে থাকা বিভিন্ন কেমিক্যাল আমাদের মুখের ত্বককে ক্ষতি করছে। কিন্তু এই কেমিক্যাল যাতে আমাদের মুখের কোনো ক্ষতি করতে না পারে সেই জন্যই ব্যবহার করা উচিত অলিভ অয়েল। তাই প্রত্যেক দিন রাতে ঘুমোনোর আগে অলিভ অয়েল মুখের মধ্যে ভালো করে মাসাজ করে নিন। এভাবে নিজের ত্বকের যত্ন নিতে থাকুন।