#Pravati Sangbad Digital Desk:
ত্বকের যত্নে স্ট্রবেরির রস একটি জেল্লাদার উপাদান। স্ট্রবেরি রস মুখে মাখলে মিলবে ভালো ফল। আর যাদের মুখে ব্রণের সমস্যা রয়েছে তাদের কাছে এটা মহা ঔষধ। শুধুমাত্র ব্রোন দূর করতেই নয় ব্রণের দাগ দূর করতেও স্ট্রবেরির রস খুবই গুরুত্বপূর্ণ আর তার জন্য ৩-৪ টি স্ট্রবেরি নিয়ে সেটাকে পিষে, তার রস বার করে নিয়ে, মনে রাখতে হবে কোন পাতলা, কাপড়ে ছেকে তার রস বার করতে হবে। এবং তারপর ওই রসটিকে মুখের মধ্যে লাগিয়ে ২০ মিনিট পর জলে ধুয়ে নিতে হবে। আর এইভাবে সপ্তাহে ২-৩ দিন করলে ত্বকের উজ্জ্বলতা ধীরে ধীরে বাড়তে থাকবে। আর যাদের মুখে উত্তরোত্তর ব্রণ সমস্যা দেখা দিচ্ছে তারা এই স্ট্রবেরি রস বার করে নিয়ে তার সাথে সামান্য টক দই মিশিয়ে এই মাস্কটি মুখে লাগাতে পারেন। আর স্ট্রবেরির মধ্যে রয়েছে সেলুসাইলিক এসিড যা আমাদের মুখের ত্বকে মৃত কোষগুলিকে দূর করতে সাহায্য করে। এছাড়াও স্ট্রবেরি মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদের মুখের ত্বককে সবসময়য়ের জন্য রক্ষা করে। তাই এই সব সমস্যার সমাধান পেতে অবশ্যই স্ট্রবেরি ব্যবহার করুন।
এছাড়াও আমরা বাজার থেকে অনেক সময় স্ট্রবেরি টোনার কিনে থাকি। যার মধ্যে নানা ধরনের কেমিক্যাল মেশানো থাকে, যা আমাদের মুখে সরাসরি কাজ করে না। আর এর জন্য আপনি বাজার থেকে ২-৩ টি স্ট্রবেরি কিনে নিয়ে এসে,তার রস বের করে নিয়ে, পরিমাণ করে ১০০ মিলিলিটার গোলাপজল মিশিয়ে, তৈরি করে নিতে পারেন ঘরোয়া এই টোনার টি। এটি আপনি প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে একটি কটন বলে করে মুখে লাগিয়ে নিতে পারেন। সে ক্ষেত্রে মনে রাখবেন কোন ধরনের নাইট ক্রিমের সঙ্গে মিক্সড করে এটি লাগাবেন না। এছাড়াও স্ট্রবেরি স্ক্রাবারও আমাদের মুখে খুবই ভালো কাজ করে। যার জন্য আপনাকে স্ট্রবেরি পিসে নিতে হবে মনে রাখতে হবে স্ট্রবেরি বীজগুলিকেও বাদ দেওয়া যাবে না। আর তারপর এটার সাথে মিশিয়ে নিন মধু সাথে ২-৩ ফোঁটা উষ্ণ জল। তাহলেই তৈরি হয়ে যাবে স্ক্রাবার আর এই স্ক্রাবার টিকে মুখের মধ্যে কিছুক্ষণ মাসাজ করার পর ১০ মিনিট ওই ভাবেই রেখে দিন। তারপর মুখ ধুয়ে ফেলুন। আর এভাবেই সপ্তাহে ২-৩ দিন করতে থাকুন। মুখের উজ্জ্বলতা বাড়বে।