Flash News
    No Flash News Today..!!
Saturday, January 10, 2026

আগামী কয়েক দিন কেমন থাকবে তাপমাত্রা

banner

journalist Name : Joly Pramanick

#Pravati Sangbad Digital Desk:

শীতের মরসুম প্রায় শেষের দিকে। কিন্তু এখনো পারদের ওঠানামা দেখা যাচ্ছে। দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্য বেশ চোখে পড়ার মতো। যেমনটা বলা যায় দিনের তাপমাত্রা ৩১.১ ডিগ্রি থেকে ৩১.২ ডিগ্রি হয়ে যেমন বেড়েছে ঠিক তেমনভাবেই রাতের তাপমাত্রার হেরফের ঘটেছে। যেখানে ২২.২ ডিগ্রি তাপমাত্রা ছিল এক ধাক্কায় তা কমে এসেছে ১৭ ডিগ্রি তাপমাত্রায়। এর থেকে আন্দাজ করা যাচ্ছে, দিন রাতের তাপমাত্রা হেরফের প্রায় অনেকটা। কিন্তু শীতের শেষের দিকে তাপমাত্রা এমন হেরফের কেন? কি বলছে আবহাওয়া দপ্তর? কি জানাচ্ছে তারা আগামী কয়েকদিনের তাপমাত্রা নিয়ে? আবহাওয়া সূত্রে খবর মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখীই থাকবে। তবে কোথায় কোথায় তাপমাত্রার নিম্নমুখী তা দেখা যাবে? জানা যাচ্ছে উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা এ ছাড়াও হাওড়া এবং পূর্ব মেদিনীপুরেও কুয়াশার ছায়া দেখা যাবে আগামী কয়েকদিনের জন্য। এছাড়াও ঘন কুয়াশার ছাপ দেখা যেতে পারে জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়। তবে পার্বত্য অঞ্চলে কিছুটা হলেও হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। যেমনভাবে বলা যায় এখানে কালিম্পং এবং দার্জিলিং জেলার নাম। কিন্তু কলকাতাবাসীর জন্য অবশ্যই এটি সুখবর যে আগামী কয়েক দিন কলকাতার আকাশ পরিস্কার থাকবে এছাড়াও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। কিন্তু সকাল এবং সন্ধ্যায় পড়তে পারে হালকা ঠান্ডা। যা কলকাতা বাসীর পক্ষে সুখবর কারণ শীতের আমেজ একেবারেই চলে যায় নি সেক্ষেত্রে সকাল এবং সন্ধ্যায় এই হালকা ঠান্ডাটা আশা করা যায়। হয়তো আমরা কয়েক দিনের জন্য খেয়াল করছি হালকা ঠান্ডা হওয়া বইছে। কিন্তু হাওয়া অফিস জানাচ্ছে সমতলভূমি এলাকায় এই হাওয়ার গতিবেগ বেড়ে গিয়ে ত্রিশ কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া। তবে বিশেষভাবে জানানো যাচ্ছে যে, কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ ও উত্তরাখন্ডে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News