Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

রূপচর্চায় অলিভ অয়েলের ব্যবহার

banner

journalist Name : Susmita Das

#Pravati Sangbad Digital Desk:

রুপচর্চায় নানা রকম তেলের ব্যবহার হয়ে আসছে যুগ যুগ ধরে। অনেক ধরনের তেলের মধ্যে একটি তেলের কথা না বললেই নয়, তা হল অলিভ অয়েল। রান্না থেকে শুরু করে হেয়ার আর স্কিন ও হেয়ার  কেয়ারেও বেশ জনপ্রিয়তা পেয়েছে এই তেল। খনিজ, ভিটামিন এবং প্রাকৃতিক ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ অলিভ অয়েল ত্বকের বলিরেখা দূর করে, কোমলতা বজায় রাখে, ত্বককে পুনরুজ্জীবিত করে এবং পুষ্টি যোগায় তেমনি চুল করে মজবুত।প্রতিদিনের রূপচর্চায় বেছে নিতে পারেন অলিভ অয়েল। কী ভাবে ব্যবহার করবেন রইল হদিশ।
ত্বক উজ্জ্বল করতে
কালচে দাগ দূর করে ত্বক উজ্জ্বল করতে অলিভ অয়েলের সঙ্গে লেবুর রস মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
ত্বকের রুক্ষতা দূর করতে
ত্বক পরিষ্কার করার পর মুছে হালকা করে অলিভ অয়েল ম্যাসাজ করুন। এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে ত্বক রাখবে নরম ও কোমল। 
নাইট ক্রিম হিসেবে
রাতে ঘুমানোর আগে অল্প অলিভ অয়েলে তুলা ভিজিয়ে আলতো করে ম্যাসাজ করুন ত্বকে। খুব সামান্য লাগাবেন। ত্বক নরম থাকবে।
স্ট্রেচ মার্ক দূর করতে
ত্বকের স্ট্রেচ মার্ক দূর করতে  স্নানের আগে পুরো শরীরে ম্যাসাজ করুন অলিভ অয়েল  দিয়ে ।

চুলের যত্নে
চুল মজবুত ও ঝলমলে করতে অলিভ অয়েল হালকা গরম করে চুলে ব্যবহার করুন। গরম তোয়ালে দিয়ে চুল পেঁচিয়ে রাখুন ১০ মিনিট। এরপর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।
নখ মজবুত করতে
বারবার মুখ ভেঙ্গে যায়!  এক্ষেত্রে  নখের যত্নে অতুলনীয় অলিভ অয়েল। কুসুম গরম অলিভ অয়েল নখে ম্যাসাজ করুন নিয়মিত। সহজে ভাঙবে না নখ।
বডি স্ক্রাব
ত্বকের উপরে জমে যাওয়া মৃত কোষ তুলতে চাইলে ভরসা রাখুন অলিভ অয়েলে। আধকাপ চিনির সঙ্গে তিন টেবিলচামচ অলিভ অয়েল আর দু' টেবিলচামচ মধু মিশিয়ে নিন। এবার স্ক্রাবের মতো সারা শরীরে ঘষে ঘষে মৃত কোষগুলো তুলে ফেলুন। ত্বক পরিষ্কার উজ্জ্বল হয়ে উঠবে, নরমও থাকবে।
ঠোঁটের মাস্ক
ঠোঁট ফাটার ধাত যাঁদের, তাঁরা সাধারণ লিপ বামের বদলে বেছে নিন অলিভ অয়েল মাস্ক। দু'ভাগ অলিভ অয়েলের সঙ্গে একভাগ নারকেল তেল আর একভাগ মধু মিশিয়ে ঠোঁটে লাগিয়ে সারা রাত রেখে দিন, ঠোঁট তুলতুলে নরম থাকবে।
মেকআপ রিমুভার
দিনের শেষে মুখ পরিষ্কার করতে গিয়ে দেখলেন ফেসওয়াশ শেষ? বিকল্প হিসেবে বেছে নিন অলিভ অয়েল। তুলোয় করে খানিকটা অলিভ অয়েল নিয়ে মুছে নিন মুখ, সমস্ত ধুলোময়লা উঠে যাবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News