Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার ভরসা ঘরোয়া টোটকা !

banner

journalist Name : Papri Chakraborty

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

 অধিকাংশ মানুষ নিজেদের সুন্দর করে তোলার জন্য কোনো না কোনো অভিনেত্রীকে অনুসরণ করে থাকেন। এমনকি নিজেদের স্বাস্থ্যের জন্যেও অনুসরণ করে থাকেন। সুন্দর সকলেই হতে চান। অনেকেই বাবহারবকরেন ঘরোয়া টোটকা আবার অনেকে বাজারে বিক্রি হওয়া বিভিন্ন পণ্যদ্রব্য ব্যাবহার করেন। তবে ঘরোয়া টোটকা ব্যাবহার করা ত্বকের জন্য যথেষ্ট উপকারী ও সুরক্ষিতও। 

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া নিক জোনাসকে বিয়ে করেন। বর্তমানে লস অ্যাঞ্জেলেসে সংসার পেতেছেন তিনি। সম্প্রতি কাজ করছেন হলিউডেও। বলিউড এই অভিনেত্রী ভোজনরসিক মানুষ। ভারতীয় খাবার তাঁর সবচেয়ে পছন্দের। তবে শুধু খাবার নয়,  নিজেকে সুন্দর রাখার জন্য ভরসা রাখেন ঘরোয়া টোটকার উপরও।

বেশ কয়েক মাস আগে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। সেখানে কিছু ঘরোয়া উপাদান দিয়ে হেয়ার মাস্ক তৈরি করেন। সেই উপাদানগুলি সকল বাড়িতেই থাকে। প্রত্যেকের রান্না ঘরেই পাওয়া যায়। আর সেই উপাদানের উপরই ভরসা করে নিজের সৌন্দর্যকে বজায় রেখেছেন তিনি।

ত্বককে সুন্দর রাখতে ব্যাবহার করা হয় বিশেষ তিনটি উপাদান। ২ টেবিল চামচ দই , ১ টেবিল চামচ মধু ও একটা ডিম। প্রিয়াঙ্কা চোপড়া ভিডিওটিতে দেখিয়েছেন প্রথমে একটা পাত্রে ডিম ফাটিয়ে তারপর ভাল করে ফেটাতে শুরু করেন। এরপর সেই পাত্রে দই আর মধু যোগ করেন। সবকটা উপাদান ভাল করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেন।

অভিনেত্রী জানান , সবকটি উপাদান ভালো করে মেশানো হয়ে গেলে মাথার ত্বকে লাগাতে হবে। লক্ষ্য রাখতে হবে পেস্ট যেন চুলের গোড়া পর্যন্ত পৌঁছায়। এরপর মিশ্রণটি মাথায় লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। যাতে মিশ্রণটি শুকিয়ে যায়। এরপর যে কোনো শ্যাম্পু দিয়ে হালকা গরম জলে চুল ধুয়ে ফেলতে হবে।

চুলে ব্যাবহার করা এই তিন উপাদানের অনেক গুণাগুণ রয়েছে -


১. দইয়ের উপকারিতা : 
দই চুলের জন্য অত্যন্ত উপকারী। দইতে রয়েছে ল্যাকটিক অ্যাসিড। এটি চুলের ওগোড়া মজবুত করতে সাহায্য করতে। এছাড়া চুল মসৃণ হয়। দই প্রাকৃতিক ডিটক্সিফায়ার হিসেবেও কাজ করে। মাথার ত্বকের মৃত কোষ পরিস্কার করে ,এমনকি খুশকির হাত থেকেও চুলকে বাঁচায়।

২. মধুর উপকারিতা : 
মধু ত্বক ও শরীরকে সুন্দর , সুস্থ রাখতে অনেক সাহায্য করে। প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। এতে ইমোলিয়েন্ট ও হিউমেক্ট্যান্ট দুইই রয়েছে, যা চুলের উজ্জ্বলতা বজায় রাখে। মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য মাথার ত্বকের চুলকানি এবং ফুসকুড়ির মতো সমস্যাগুলিকে দূরে রাখতে সাহায্য করে।

৩. ডিমের উপকারিতা : 
ডিম চুলকে অত্যন্ত ভালো রাখে। চুলের যত্ন নিতে ডিম একটি প্রয়োজনীয় উপাদান। শুষ্ক চুলকে মজবুত করতে, এছাড়াও, চুলের সব সমস্যায় ডিম একমাত্র সমাধান। ডিমে থাকা প্রোটিন ও বায়োটিন প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। ডিমের একমাত্র খারাপ দিক হল এর গন্ধ। তবে এর গন্ধ দূর করার জন্য চুলে ডিম লাগানোর পর অন্তত দুবার শ্যাম্পু করতে হবে। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব সোশ্যাল মিডিয়া
Related News