Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

বছর শেষে আবহাওয়ায় পরিবর্তন !

banner

journalist Name : পাপড়ি চক্রবর্তী

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

 শুরুতে ঠান্ডা বিশেষ দেখা যায়নি কলকাতায়। তবে ধীরে ধীরে পরিবর্তন ঘটেছে আবহাওয়ার। কলকাতার বাসিন্দারা শীতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করলেও সহজেই দেখা দেয়নি শীত। কখনো প্রচন্ড ঠান্ডা আবার কখনো সকালে খটখটে রোদ। কাজেই এবারে শীতের আমেজ থেকে বাদ পড়েছেন সকলে।

তবে বছরের শেষে শীতের হাওয়া বইছে কলকাতায়। ১৫ - র নীচে কলকাতার তাপমাত্রা। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা একইরকম থাকবে আবহাওয়া। বর্ষশেষে থাকছে শীতের আমেজ। কলকাতায় সকালে দেখা দিয়েছে কুয়াশা। তবে বেলা বাড়তেই পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে। শুক্রবার থেকে পারদ পতন হতে পারে।

সকালে তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস , যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। গতকাল তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকালে কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টা কলকাতা শহরের তাপমাত্রা থাকবে ১৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস।

আজ ও কাল পশ্চিমী ঝঞ্ঝা কড়া নাড়বে উত্তর-পশ্চিম ভারতে। ফলে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে৷ পূর্ব ভারতের রাজ্যগুলিতে ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। পরবর্তী কয়েক দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে।

বছরের শেষ ও শুরুতে জাকিয়ে ঠান্ডা পড়তে পারে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। পাঞ্জাব , হরিয়ানা , চন্ডিগড় , দিল্লি , রাজস্থানে শৈত্য প্রবাহ হতে পারে শনি , রবি ও সোমবার।

আগামী ২৪ ঘণ্টায় ঘন কুয়াশায় ঢাকা থাকবে বিহার ও পূর্ব ভারতের রাজ্যগুলি। পাঞ্জাব , হরিয়ানা , চন্ডিগড় , দিল্লি সহ উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতেও থাকবে কুয়াশার ছায়া। কুয়াশা থাকবে অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরাতে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রকৃতি আবহাওয়া
Related News