আবহাওয়ার পূর্বাভাস

banner

journalist Name : Aparna Dutta

#Pravati Sangbad digital Desk:

কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশ। ঘন কুয়াশায় ঢেকেছে বাংলা। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে, সমস্ত গাড়ির হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে। এমনকী কুয়াশার চাদরে ঢেকে রয়েছে রেল লাইনও। ফলে ট্রেনগুলিকেও ফগ লাইট জ্বালিয়ে চালানো হচ্ছে। কুয়াশার কারণে প্রায় সব গাড়িই দেরিতে পৌঁছচ্ছে গন্তব্যস্থলে। বিশেষ করে চা বাগান এবং পাহার লাগোয়া এলাকায় কুয়াশার ঘনত্ব অনেকটাই বেশি। তবে এরমধ্যেই আশার খবরও শুনিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। বুধবার থেকে ফের নামবে সকাল থেকে রাজধানীর দৃষ্টিসীমাজুড়ে কুয়াশা ও আকাশ ছিল মেঘে ঢাকা। দুপুর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। কোথাও তাপমাত্রা কম থাকলে এবং কুয়াশা ও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকলে সাধারণত বায়ুর মানের অবনতি হয়। কারণ, দূষিত অতি সূক্ষ্ম বস্তুকণা পিএম২.৫ জলীয় বাষ্প পেলে ভেসে থাকার অনুকূল আবহাওয়া পায়। যে কারণে আজ সকাল থেকে রাজধানীর কুয়াশা ও ধোঁয়া মিলে ধোঁয়াশার সৃষ্টি হয়।তাপমাত্রা। বর্ষশেষে ফিরবে শীত। শুধু তাপমাত্রার পারদ নিম্নমুখী হওয়াই নয়, ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াসও ছুঁতে পারে কলকাতার পারদ। তবে এই শীত থিতু হবে কি না, জাঁকিয়ে শীত পড়বে কি না, তা এখনও স্পষ্ট নয়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার এই তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। গত ৭২ ঘন্টায় তাপমাত্রা বেড়েছে ছয় ডিগ্রির মতো। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ।

উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৮ ডিসেম্বর বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং ও কালিম্পং জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আজ বুধবার থেকে আগামী ৩-৪ দিন তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াসের মতো হ্রাস পেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়াও শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। উত্তরের মতো দক্ষিণেও আজ থেকে পরপর ৩-৪ দিন তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াসের মতো হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৮ ডিসেম্বর বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং ও কালিম্পং জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আজ বুধবার থেকে আগামী ৩-৪ দিন তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াসের মতো হ্রাস পেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। অপরদিকে দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়াও শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। উত্তরের মতো দক্ষিণেও আজ থেকে পরপর ৩-৪ দিন তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াসের মতো হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

আবহাওয়া
Related News