Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

এবার এটিএমে অধিক লেনদেনের জন্য বাড়তে চলেছে চার্জ

banner

journalist Name : Sagarika Chakraborty

#Pravati Sangbad Desk:

দীর্ঘ সময় ধরে ব্যাংকের লাইনে দাঁড়িয়েও টাকা না পেলে ভরসা থাকে এটিএম। সব গ্রাহকরাই অধিক পরিমাণে এটিএম পরিষেবা গ্রহণ করে। যেকোনো জায়গায় থেকে টাকার দরকার হলে অতি সহজেই তুলে নেওয়া যায় এটিএম থেকে। আবার অনলাইন ট্রানজেকশন তো আছেই এটিএম এর মধ্যে। তবে পরের মাস থেকেই সেই লেনদেনে লক্ষণরেখা টানা হচ্ছে। এখনো পর্যন্ত প্রতিমাসে নিজের ব্যাংকের থেকে পাঁচটি এবং অন্য ব্যাংকের এটিএম থেকে তিনটি লেনদেন করলে তা থাকে বিনামূল্যে। তার বাইরে গেলে দিতে হয় অতিরিক্ত চার্জ।
বর্তমানে মেট্রো শহর গুলোতে ব্যাংকের গ্রাহকরা পাঁচটি এবং তিনটি করে লেনদেন নিজের ব্যাংক অন্যান্য ব্যাংকের থেকে তার বেশি হলে দিতে হতো লেনদেন পরিষেবা খরচ। বর্তমান নিয়ম অনুসারে লেনদেনের পরিমাণ আগের মতই থাকবে কিন্তু বাড়বে চার্জ। একাধিক বিশেষজ্ঞের মতে এটিএম পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে নিজেদের মধ্যে যে নিজস্ব চার্চগুলোর মেটায় ব্যাঙ্কগুলি সেগুলির হার অনেক পরিমাণে বেড়ে গেছে। কোন এক ব্যাংকের নিজের এটিএম কার্ড দিয়ে অন্য কোন ব্যাংকের এটিএমে যদি লেনদেন করা হয় তাহলে যেই ব্যাংকের কার্ড তাদেরকে দ্বিতীয় ব্যাংকটিকে খরচ দিতে হয়। আর্থিক লেনদেনের চার্জ ১৫ টাকা থেকে ১৬ টাকা হয়েছিল বেড়ে এবং অন্য লেনদেনের ক্ষেত্রে ৬ টাকা থেকে বেড়ে ৭ টাকা হয়েছিল।

নয় বছরে এটি প্রথম ঘটল। কয়েক মাস আগেই রিজার্ভ ব্যাংকের দেওয়া একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে অনেক পরিমাণে এটিএম বসানো তার পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য সব সমেত বেশ কিছুটা খরচ বৃদ্ধি পেয়েছে। এই কারণেই যে নির্দিষ্ট সীমার বাইরে অতিরিক্ত লেনদেন হয় তাতে ব্যাঙ্কগুলি চাইলে ২০২২ থেকে একটাকা করে চার্জ বাড়াতে পারে। জানুয়ারির প্রথম থেকে শুরু হওয়ার কথা বলা হয়েছিল। এবং এর সাথে যুক্ত হবে বলে ঠিক হয়েছিল অতিরিক্ত জিএসটি। বর্তমানে অতিরিক্ত লেনদেনের জন্য লেনদেন প্রতি ২০ টাকা করে খরচ দিতে হতো বর্তমানে সেটি বেড়ে ২১ টাকা হচ্ছে। আর লাগবে অতিরিক্ত জিএসটি।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্তৃপক্ষ অবশ্য বলেছেন তাদের নিজের এটিএম-এ বিনা খরচায় আর্থিক লেনদেন ছাড়া অন্য কোন লেনদেনের কোনরকম সীমা বাধা হয়নি নিজের গ্রাহকদের জন্য। তবে অন্য ব্যাংকে লেনদেন করলে সেই সংখ্যা ছিল তিনটি। কিন্তু নতুন যে খরচ বাড়িয়ে পরিষেবা চালু হবে সেটি তারা প্রযোজ্য করবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ প্রযুক্তি আইন অর্থনীতি
Related News