#Pravati Sangbad Digital Desk:
বড়দের ত্বকের সাথে শিশুদের ত্বকের অনেক পার্থক্য থাকে। শিশুদের ত্বক খুব নরম ও সেনসিটিভ হয়। তাই শিশুদের ত্বকের যত্ন খুব সাবধানে নিতে হয়। খুব ছোট বয়স থেকে শিশুদের নিজের ত্বকের যত্ন নেওয়া অভ্যেস করালে ভবিষ্যতে তাদের ত্বক আরো উজ্জ্বল থাকে। শিশুদের ত্বকের জন্য মায়েরা অনেক বেবী প্রোডাক্ট ব্যাবহার করে থাকে। তবে যে নেওয়া যাক
কোন ধরণের বেবি প্রোডাক্ট সন্তানের জন্য ভালো এবং সেটা কতটা ও কিভাবে ব্যবহার করতে হবে।
আপনি নিশ্চয় জানেন যে আপনার শিশুর ত্বক খুবই সেনসিটিভ এবং কোমল। তার ত্বক যাতে সহজে শুষ্ক না হয় সেদিকে দৃষ্টি রাখা খুবই জরুরি। সেজন্য ডার্মাটোলজিস্টরা সাধারণত জেন্টল সাবান এবং শ্যাম্পু ব্যবহার করা পরামর্শ দেন।
যেকোনো বেবি প্রোডাক্ট কেনার আগে ভালো করে দেখে নেবেন যাতে কোনো রকম ডাই ,অ্যালকোহল, প্যারাবেনস বা সিন্থেটিক ফ্র্যাগনান্স না থাকে। কারণ তা শিশুর ত্বকের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক।
১. আগে প্যাচ টেস্ট করা দরকার :
নতুন যেকোনো বেবি প্রোডাক্ট কিনলে তা আপনার শিশুর জন্য কতটা উপকারী সেটি সবার আগে জেনে নেওয়া দরকার। তার জন্য একটা প্যাচ টেস্ট করুন। বাচ্চার কানের পিছনে বা কনুইয়ের কোনো অংশে আঙুলে করে একটু ক্রিম নিয়ে লাগিয়ে ২৪ ঘন্টা অপেক্ষা করুন। যদি কোনো রিঅ্যাকশন না হয় তবে আপনি নিশ্চিন্তে শিশুর ত্বকে তা ব্যবহার করতে পারেন।
২. তিন ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট রাখুন :
ক) জেন্টল ক্লিনজার : এটির ব্যবহারে শিশুর মুখের ময়লা , তেল, ব্যাকটেরিয়া দূর হয়। মুখের উজ্জ্বলতা বাড়ায়, মুখ পরিস্কার রাখে। তাই যে কোনো ধরণের সিন্থেটিক ও ডাই এড়াতে খুব হালকা বা জেন্টল ক্লিনজার ব্যবহার করা ভালো।
খ) ময়েশ্চারাইজার :
আপনার শিশুর ত্বককে হাইড্রেটেড রাখতেও ত্বকের আদ্রতা বজায় রাখতে রোজ স্নানের পরে বেবি লোশন লাগান। সাবান দিয়ে স্নান করার পর সেটা শিশুর ত্বকের ন্যাচারাল অয়েল দূর করে ত্বককে শুস্ক করে তোলে। তাই সাবানের বদলে স্নানের পড়ে ময়েশ্চারাইজার লাগাতে কখনই ভুলবেন না।
গ) সানস্ক্রিম :
শিশুর কোমল ও সেন্সিটিভ ত্বককে সরাসরি সূর্যের আলো থেকে রক্ষা করার জন্য এই সানস্ক্রিম লাগানো খুবই জরুরি। এটি শিশুর ত্বককে জ্বালাভাব ও ক্ষতিকারক কেমিকেল থেকে বাঁচায়। তাই শিশুকে রোদে নিয়ে বেড়োলে অবশ্যই সানস্ক্রিম লাগানো দরকার। আজকাল শিশুদের জন্য তৈরি সানস্ক্রিমগুলো তাদের ত্বকের জন্য খুবই ভালো ও উপকারী।