Flash News
    No Flash News Today..!!
Friday, January 9, 2026

মনোরম পরিবেশ ,দার্জিলিং-এ কমলো তাপমাত্রা

banner

journalist Name : Aparna Dutta

#Pravati Sangbad Digital Desk:

ধীরে ধীরে নিম্নমুখী পারদ। কলকাতা শহরে ধীরে ধীরে ঠান্ডা পড়তে শুরু করেছে। দক্ষিণবঙ্গ জুড়েই শীতের আমেজে কাটছে দিন। ভোরবেলা কুয়াশা আর তার সঙ্গে সকাল থেকেই ঠাণ্ডা হাওয়া শীতের পূর্বাভাস দিচ্ছে। মনে করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই বড় হাওয়া বদলের সম্ভাবনা দেখা দেবে। আগামী সপ্তাহেই ঢুকছে জাঁকিয়ে শীত। আগামী ১২ নভেম্বর থেকেই বেশ খানিকটা পারদ পতন হতে চলেছে শহরে। বাতাসে শীতের শিরশিরানি। ফের কুড়ির ঘরে নামল কলকাতার পারদ। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা নামল দার্জিলিং-এ। রাতে কনকনে শীত হলেও, সকালে বেশ মনোরম আবহাওয়া। তাপমাত্রা বেশ কিছুটা নামল দার্জিলিং-এ। রাতে কনকনে শীত হলেও, সকালে বেশ মনোরম আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা কুড়ির ঘরে নামল কলকাতায়। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২০ .৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা নামল। আজ দার্জিলিং এর তাপমাত্রা ১৭। 

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

আবহাওয়া
Related News