Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

চোখের নিচে কালো দাগ দূর করার উপায়

banner

journalist Name : Aparna Dutta

#Pravati Sangbad Digital Desk:

বিভিন্ন কারণেই চোখের নিচে ডার্ক সার্কেল বা কালো দাগ পড়ে। চোখের নিচে কালো দাগ কোনো মেডিকেল ইমার্জেন্সি নয়। তবে কিছু ক্ষেত্রে, যদি সঙ্গে আরও কিছু অস্বাভাবিক উপসর্গ থাকে, যেমন চোখের নিচে ফোলা ভাব, শরীরে পানি আসা বা অতিরিক্ত ক্লান্তি, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। তবে কিছু ক্ষেত্রে ঘরোয়া টোটকা ব্যবস্থা অবশ্যই আছে।
চোখের নিচে কালো দাগ দূর করার উপায় হলোঃ
১) শসা কাটার পরে চোখে দিয়া রাখা কিছু সময়
২) আলু কেটে চোখে লাগাতে পারেন
৩) টাইম মত ঘুমাতে হবে, রাত জেগে থাকা যাবে না।
চোখের নিচের কালো দাগ দূর করতে কী কী করা উচিত ?
কদম ফুলের পাপড়ি বেটে পাঁচ থেকে ১০ মিনিট লাগিয়ে রাখুন। এতে চোখের নিচের কালো দাগ অনেকটাই দূর হবে। এটি না পেলে পুদিনাপাতা বা নিমপাতাও ব্যবহার করতে পারেন।
দুই চা চামচ ফ্রিজে রাখুন এবং চামচ দু’টি ঠাণ্ডা হবার জন্য অপেক্ষা করুন। চামচ ঠাণ্ডা হলে, বালিশে শুয়ে চোখের উপর চামচ দু’টি রাখুন। এটির দুটি সুফল আছে। এটি চোখের ক্লান্তি দূর করে এবং চোখের কালো দাগ দূর করতে সাহায্য করে।
ঠাণ্ডা টি ব্যাগ চোখের ওপর রাখলে ভালো ফল পাবেন। গ্রিন টি-এর ব্যাগ রাখলে কাজ দ্রুত হবে।
কাজু বাদাম বেটে দুধের সঙ্গে গুলিয়ে, পেস্ট করে চোখের চারপাশে লাগাতে পারেন।
চোখের চারপাশে বাদাম তেল দিয়ে ম্যাসাজ করলেও দ্রুত উপকার পাবেন।
খোসাসহ আলু বেঁটে চোখের নিচে লাগাতে হবে। তিন চার দিন এই পেস্টটি ব্যবহার করুন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News