Flash News
    No Flash News Today..!!
Friday, October 3, 2025

নভেম্বরের শুরুতেই পারদ পতন, কামড় দেবে শীত

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

রাজ্যে শেষ পুজোর মরশুম। পেরিয়ে গিয়েছে দুর্গা পূজা, কালীপুজো। এবার শীতের নবান্নের পালা। এখন রাজ্যেবাসীর মুখে একটাই প্রশ্ন, কবে আসবে শীত, লেপ কম্বল নামিয়ে নেওয়ার পালা কবে? ইতিমধ্যেই প্রতিটি বাড়িতে রোদে আরিমুরি ছাড়তে শুরু করেছে লেপ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্যে ঢুকতে শুরু করেছে উত্তরের ঠান্ডা হাওয়া, কমতে শুরু করেছে দক্ষিণ হওয়ার প্রভাব। রাজ্যের বেশিরভাগ জেলাতেই সন্ধ্যের পরে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। যদিও কোথাও বেশি আবার কোথাও কম। সকাল দিকে বেশ ভালোই অনুভব হচ্ছে শীত। হওয়া অফিস সূত্রে খবর, আর বেশি দেরি নেই নভেম্বরের প্রথম দিকেই হঠাৎ করে এক ধাক্কায় পারদ নামবে অনেকটাই।বর্তমানে বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যজুড়ে।



তবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন সকাল থেকেই কলকাতাসহ পার্শ্ববর্তী জেলার আকাশ ছিল মেঘলা। যদিও বৃষ্টির দেখা মেলেনি। তাই আকাশ পরিষ্কার থাকার কারণে সহজেই ঢুকে আসছে উত্তরে শীতল হাওয়া। ভক্তি মরশুমে বেশ ভালোই কামোর বসাবে শীত, আশঙ্কা আলিপুর আবহাওয়া দফতরের। এদিন কলকাতাসহ রাজ্যের একাধিক জেলার তাপমাত্রা ছিল অনেকটাই নিচে, রোদ ঝলমলে আকাশ থাকলেও সেই ভাবে রোদের তেজ নেই কোথাও।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

আবহাওয়া
Related News