Flash News
    No Flash News Today..!!
Wednesday, November 19, 2025

ইউক্রেনের অংশ অধিগ্রহণ নিয়ে নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে ভোটদানে বিরত ভারত

banner

journalist Name : Dipannita Thakur

#Pravati Sangbad Digital Desk:

আলোচনায় রাষ্ট্রসংঘের মহাসচিব ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে সংযুক্তির বিরোধিতা করে বলেন, এই সিদ্ধান্তের কোনও আইনি মূল্য নেই। রাশিয়ার এই অবস্থান রাষ্ট্রসংঘের উদ্দেশ্য নীতিকে লঙ্ঘন করেছে। বিষয়টিকে মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি। আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, রাশিয়া অবিলম্বে নিঃশর্তভাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানাকে মান্যতা দিয়ে ইউক্রেনের ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করবে।


রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ,  হিংসা শত্রুতা বন্ধের জন্য আহ্বান জানিয়ে বলেছেন এব্যাপারে সংশ্লিষ্ট সব পক্ষ যেন চেষ্টা চালান। একমাত্র আলোচনাতেই মতবিরোধ এবং বিরোধীরে নিষ্পত্তি হওয়া সম্ভব বলে জানিয়েছেন তিনি। ভারতের প্রতিনিধি বলেছেন বাগাড়ম্বর কিংবা উত্তেজনা বৃদ্ধি করা নয়, শান্তির জন্য কূটনীতির সব পথ খোলা রাখতে হবে।
সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে ভার রাশিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাব থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়ে দেন তিনি। এব্যাপারে তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর আলোচনার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, উজবেকিস্তানেরপ সমরকন্দে এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে মোদী আজকের যুগ যুদ্ধের যুদ্ধ নয় বলেও উল্লেখ করেছিলেন। রুচিরা কাম্বোজ জানিয়ে দেন, যুদ্ধবিরতির পাশাপাশি সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য আলোচনা চালানোর পক্ষে ভারত।
রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ টি দেশের মধ্যে ১০ টি এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় এবং, ভারত ছাড়াও চিন, গ্যাবন এবং ব্রাজিল ভোটদানে বিরত থাকে।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিদ্রোহ বিদেশ যুদ্ধবিগ্রহ সামরিক
Related News