Flash News
Monday, September 22, 2025

রাজশাহী তে দুর্গাপূজায় নিরাপত্তার খাতিরে নানা নিষেধাজ্ঞা! গত বছরের খারাপ স্মৃতি র পুনরাবৃত্তি যাতে না হয়, তাই এই ব্যবস্থা রাজশাহী পুলিশের

banner

journalist Name : Dipendu Majhi

#Pravati Sangbad digital Desk:

আজ মহাষষ্ঠী।  বোধনের মাধ্যমে শুরু হল দেবীপক্ষের সূচনা। শুধুমাত্র পশ্চিম বঙ্গে নয়, পুজোর রং ছড়িয়ে পড়েছে দেশ- বিদেশের নানা জায়গায়। প্রতিবেশী দেশ বাংলাদেশেও দুর্গার আরাধনা হয় বেশ জাঁকিয়ে। তবে এবছর রাজশাহী শহরে রয়েছে আগের বছরের তুলনায় ব্যতিক্রম। 

গত বছরের কোরাণ কান্ড যেভাবে সমগ্র বাংলাদেশে সন্ত্রাস সৃষ্টি করেছিল, তা এখন‌ও অনেকেরই মনে আছে। কুমিল্লার এক মন্দিরে কোরআন রাখাকে কেন্দ্র করে তুমুল ঝগড়া র সূত্রপাত শুরু হয়, তা শেষ হয় নানা দেবদেবীর মূর্তি ভেঙে ও পূজা মন্ডপ জ্বালিয়ে।  সংখ্যালঘু হিন্দু দের ওপর চলে চরম অত্যাচার। সে কথা মাথায় রেখেই এই সাবধানতা বলে মনে করছেন অনেকে।  কী কী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দেখে নেওয়া যাক এক নজরে!
উচ্চস্বরে কোনো গান চলবে না মন্ডপে । পুজো উদ্যোক্তারা শোভাযাত্রার মাধ্যমে বিসর্জন দিতে যেতে পারবেন না দেবী মূর্তি। কোনোরকম শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন না পুজো কমিটির মেম্বার রা। এমনকী উচ্চস্বরে, মাইক বাজানোতেও থাকবে নিষেধাজ্ঞা। এগুলো মানা বাধ্যতামূলক করেছে রাজশাহী পুলিশ।
নিরাপত্তার খাতিরেই যে এ ব্যবস্থা নেওয়া হয়েছে তা যেমন ঠিকই, তেমনই কি এত নিষেধাজ্ঞা, এত বাধা নিষেধ র পরেও আদেও কি পুজোর সেই আমেজ বজায় থাকবে রাজশাহী তে? উঠছে প্রশ্ন!
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ধর্ম বিদেশ
Related News