Flash News
    No Flash News Today..!!
Friday, October 3, 2025

কেটে গিয়েছে সিত্রাং, সময়ের আগেই রাজ্য হাজির শীত

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

গতকাল রাতেই বাংলাদেশে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় সিত্রাং। আবহাওয়া দফতর সূত্রে খবর, গতকাল রাত ৯টা থেকে ১১টার মধ্যে বরিশালে আছড়ে পরে সিত্রাং। মৃত্যু হয়েছে ৯ জনের। তবে এদেশে সেই ভাবে প্রভাব দেখাতে পারেনি ঘূর্ণিঝড়। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলেও আজ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল দেবী শক্তির আরাধনায় মেতেছিল গোটা বাংলা, আশঙ্কা ছিল প্রলয়ের। কিন্তু অবশেষে ভারতের কান ঘেসে বেরিয়ে গিয়েছে ঘূর্ণিঝড়। অন্যদিকে কলকাতার, প্রাপ্তি শুধু মাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দেখা মিলেছে গতকাল। তবে সেই অর্থে ঝড়ের প্রভাব দেখা যায়নি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলায় সকাল থেকে দমকা হাওয়া বয়বে, তবে বেলা বাড়ার সাথে সাথে কমে আসবে হাওয়ার প্রকোপ। এদিন কলকাতার আকাশ সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে দেখা মিলেছে সূর্যের। অন্যদিকে তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে অনেকটাই নীচে। গতকাল কলকাতার সর্বচ্চো তাপমাত্রা ছিল ২৪  ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে অনেকটাই কম। আবহবিদেরা বলছেন, ঘূর্ণিঝড়ের প্রকোপ সেই অর্থে দেখা না দিলেও এই বছর অনেকটা আগেই রাজ্যে দেখা মিলবে শীতের। তার কারণ ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় শীতল হাওয়ার আভাস মিলতে শুরু করেছে, যার কারণ ঘূর্ণিঝড়।
#Source: online/Digital/Social Media News   # Representative Image



Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News