Flash News
Tuesday, September 23, 2025

বাণিজ্য নগরী মুম্বাইয়ে ফের বোমাতঙ্ক, পুলিশকে ফোন করে বিরাট বিস্ফোরণের হুমকি দুষ্কৃতীর

banner

journalist Name : Uddyaloke Bairagi

#Pravati Sangbad Digital Desk:

"মুম্বাই শহরের তিন অঞ্চলে গোপনে রাখা হয়েছে বোমা। যেকোনো মুহূর্তে হতে পারে বিস্ফোরণ।" বুধবার রাতে পুলিশকে ফোন করে এমনই হুমকি এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির। ঘটনার পরেই তৎপর পুলিশ প্রশাসন। ইতিমধ্যে মুম্বাই শহরকে ঘিরে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার চাদরে। বুধবার তখন গভীর রাত। পুলিশের ১১২ নাম্বারে ফোন আসে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির। ফোন করে ওই ব্যক্তি জানায়, মুম্বাই শহরের তিনটি গুরুত্বপূর্ণ অঞ্চলে রাখা হয়েছে বোমা। বোমা রাখা হয়েছে আন্ধেরির ইনফিনিটি মল, জুহুর পিভিআর মল এবং সহারা হোটেলে। যেকোনো মুহূর্তে বোমাগুলির বিস্ফোরণ হতে পারে বলে হুমকিও দেওয়া হয় পুলিশকে। এরপরে কিছু না বলেই কেটে দেওয়া হয় ফোন। এক মুহূর্ত‌ও সময় নষ্ট করেনি পুলিশ। উক্ত জায়গাগুলিতে পৌঁছে যায় মুম্বাই পুলিশের বিরাট বাহিনী। কড়া নিরাপত্তার ঘেরাটোপে 
মুড়ে ফেলা হয় অঞ্চলগুলি। পাশাপাশি এই হুমকি ফোনটি কে, কোথা থেকে করেছিল তা জানতে শুরু হয় তদন্ত।

গতকালের এই হুমকির ঘটনা উসকে দিচ্ছে ২০০৮ এর জঙ্গি হানার ভয়াবহ সেই স্মৃতি। সেদিন ছিল ২০০৮ সালের ২৬ নভেম্বর। মুম্বই শহরে ঢুকে পড়েছিল এক দল জঙ্গি। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে জঙ্গিদের রাখা বোমা বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছিল শতাধিক মানুষের। প্রায় তিন দিন ধরে মুম্বইয়ের তাজমহল হোটেল ছিল জঙ্গিদের দখলে। জঙ্গিদের ছোড়া গুলিতে মৃত্যু হয়েছিল হোটেলের অনেক অতিথির। মৃত্যু হয়েছিল একাধিক পুলিশ কর্মীরও। সেই ভয়াবহ ঘটনার পর থেকেই বছরের এই নির্দিষ্ট সময়টিতে সমগ্র মুম্বই জুড়ে অতিরিক্ত সতর্কতা বজায় রাখা হয়। তার মধ্যে আবার এই হুমকি ফোন চিন্তায় ফেলেছে প্রশাসনকে।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

নাশকতা
Related News