ভারতীয় উপকূলবর্তী এলাকায় এক নতুন সাইক্লোন আসন্ন ---সিত্রাং ! জেনে নিন খুঁটিনাটি‌।

banner

journalist Name : Dipendu Majhi

#Pravati Sangbad Digital Desk:

এমনিতেই দুর্গাপূজার সপ্তমী থেকেই ভারী বর্ষণ বাঙালি দের উৎসবের মরশুমে বড়ো বাধা হয়ে রয়েছে, এমতাবস্থায়, কালী পুজোয় সাইক্লোনের আশঙ্কা ভীতির সঞ্চার করেছে বাঙালির মনে। থাইল্যান্ড‌ এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে সিত্রাং! মার্কিন গবেষণা সংস্থার দাবি অনুযায়ী এই ঘূর্ণিঝড়ের গতি হতে পারে ২২০ - ২৫০ কিঃমিঃ। যদিও এখন‌ই কোনো সতর্কবার্তা দিতে নারাজ মৌসম ভবন। ১৭ তারিখের পরে পূর্বাভাস জানাবে বলেছে আবহাওয়া দপ্তর।

 চলতি মাসের মাঝামাঝি সময়ে সমুদ্রে একটি লঘুচাপ সৃষ্টি হবে এবং যা পরবর্তীকালে রূপ নিতে পারে সাইক্লোনের। ভারত সহ প্রায় ১৩ খানা দেশে এই ঘূর্ণিঝড় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রথমে শুধুমাত্র স্থলভাগেই সীমাবদ্ধ থাকবে ভাবা হলেও আবহাওয়া বিদদের কথা অনুযায়ী, তা অন্ধ্রপদেশ বা বঙ্গ উপকূলের যে কোনো একটি অঞ্চলে তান্ডব চালাতে পারে। কালীপূজা ও ছটপূজার প্রাক্কালে এমন তান্ডবের আগমন প্রকৃত পক্ষেই অমঙ্গলের,তা আর বলার অপেক্ষা রাখে না! 

#Source: online/Digital/Social Media News   # Representative Image


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News