#Pravati Sangbad Digital Desk:
ডিএ মামলায় ধাক্কা খাওয়ার পরে এবার দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হতে পারে রাজ্য সরকার। সূত্রের খবর, কলকাতা হাইকোর্টে বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত রাজ্যের পর্যবেক্ষণ পুনর্বিবেচনার আর্জি খারিজ করেছে আদালত, এবার আদালতের রায়কে কার্যত চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা করতে পারে রাজ্য সরকার। তবে অনেকেই মনে করছেন শীর্ষ আদালতেও ধোপে টিকবে না রাজ্য সরকারের যুক্তি। কারণ কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার যুক্তি দেখিয়েছিল, রাজ্যের হাতে বর্তমানে এত পরিমাণে অর্থ নেই। অন্যদিকে রাজ্য সরকার প্রায় ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেছে, সেই সাথে ৬০ শতাংশ ছাড় পাওয়া যাবে বিদ্যুতের বিলেও। এ নিয়েও রাজ্যের বিরুদ্ধে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে, তবে সেক্ষেত্রে রাজ্যের জয় হলেও মহার্ঘ ভাতা বৃদ্ধির আগের সিঙ্গেল বেঞ্চের রায়ই বহাল রাখল বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, গত ২০-এ মে রাজ্যকে আদালত নির্দেশ দিয়েছিল আগামী তিন মাসের মধ্যে কর্মীদের ন্যায্য বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে। কিন্তু তিন মাস পেড়িয়ে গেলেও তাতে ভ্রুক্ষেপ করেনি রাজ্য সরকার। রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও হয়েছে। আগামী ৭ই নভেম্বর সেই মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। প্রসঙ্গত রাজ্যের কর্মীরা মহার্ঘ ভাতার দিক দিয়ে অনেকটাই পিছিয়ে। সম্প্রতি আবারও মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্র সরকার। সব