#Pravati Sangbad Digital Desk:
ডিএ মামলায় বড় ধাক্কা রাজ্য সরকারের। আজ কলকাতা হাইকোর্টে আদালতের রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিলো বিচ্চারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ। কার্যত রাজ্য সরকারের কর্মীদের পক্ষেই রায় দিলো আদালত। এদিন আদালতের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয় রাজ্যের আবেদন ভিত্তিহীন, কোন যৌক্তিকতা নেই তাতে। প্রসঙ্গত, গত ২০-এ মে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল তিন মাসের মধ্যে কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার জন্য। মহার্ঘ ভাতা মেটানো তো দুর, রাজ্য সরকার আদালতের মামলা পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল। এদিন আদালত খারিজ করে দিলো সেই আর্জি। রাজ্য সরকারের কর্মীদের বহুদিনের দাবি মহার্ঘ ভাতা বৃদ্ধি। কেন্দ্রের থেকে ৩১ শতাংশ পিছিয়ে রয়েছে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ। ২০১৬ সালে মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করে ষ্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাট-এ মামলা দাখিল করে কনফেডারেশন অফ ষ্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ। কিন্তু রাজ্যের আইনজীবীদের যুক্তি ছিল রাজ্যের ভাঁড়ার শূন্য, এই অবস্থাতে এত উচ্চ হারে মহার্ঘ ভাতা দেওয়া সম্ভব নয় রাজ্যের পক্ষে। পাশাপাশি রাজ্যের তরফ থেকে আরও জানানো হয়, রেপো রুল অনুযায়ী রাজ্যের কর্মীদের বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তা মানতে নারাজ আদালত। ফলে এদিন রাজ্য সরকারি কর্মীদের মুখে একটু হলেও হাসি ফুটেছে। তবে কবে দেওয়া হবে বকেয়া মহার্ঘ ভাতা তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।