#Pravati Sangbad Digital Desk:
আমাদের শরীরের ওজন বহন করে হাল্কা দুটি পা। সুতরাং পা-এর পাতার ওপর অনেক কিছু অত্যাচার হয়। তাই পায়ের যত্ন অতি অবশ্যই নেওয়া উচিত। আমাদের পা-এর পাতায় বেশ কিছু নার্ভ থাকে। ম্যাসাজ এর মাধ্যমে সেগুলিতে যথাযথ চাপ দিলে সমস্ত শরীরে ক্লান্তি দূর হয়। সৌন্দর্য বাদ দিলেও শুধু শরীরের প্রয়োজনে একবার করে মাসে পেডিকিউর করা উচিত। পায়ের জন্য কিছু ঘরোযা প্যাক:
১) ঘরে পাতা টক দই বা কাঁচা দুধের সাথে ৩ চামচ ব্যাসন ও ১ চামচ চিনি মিশিয়ে লাগাতে হবে।
২) চন্দন গুঁড়ো ও গোলাপ জল একসাথে মিশিয়ে পায়ে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।
৩) মুলতানি মাটি, গোলাপ জল, ডিমের কুসুম অর্ধেক ও অর্ধেক পাতি লেবুর রস মিশিয়ে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলতে হবে। উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।
৪) দুধের স্বর ও কমলা লেবুর খোসা গুঁড়ো একসাথে মিশিয়ে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলতে হবে।
৫) দুধের স্বরের সাথে তুলসী পাতার রস এক চামচ মধু একসাথে মিশিয়ে লাগিয়ে রেখে ১০ মিনিট বাদে ধুয়ে ফেলতে হবে।