#Pravati Sangbad Digital Desk:
চলতি বছর সেইভাবে দক্ষিণবঙ্গে বর্ষার দেখা মেলেনি। যা বৃষ্টি হয়েছে তাও আবার নিম্নচাপের প্রভাবে। গত সপ্তাহে পরপর দুইবার নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। যার ফলে মুখে হাসি ফুটেছে বাংলার চাষিদের। তবে নতুন করে আবার একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার, তবে আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপের প্রভাবে দুই মেদিনীপুর, দক্ষিণ এবং উত্তর ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুদিন বৃষ্টির দেখা মিলবে না, বাড়বে তাপমাত্রা, বাড়বে অস্বস্তি। আগামীকাল কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে সেইভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের বেশকিছু জায়গাই বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। রাজ্যের পাশাপাশি উড়িষ্যা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।