Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

বকেয়া ডিএ, কিন্তু অনুদানে খামতি নেই রাজ্য সরকারের

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

গত বছরে পর্যন্ত রাজ্যের তরফ থেকে সমস্ত পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়া হতো ৫০ হাজার টাকা করে। চলতি বছর এক লাফে বেড়ে তা গিয়ে দাঁড়ালো ৬০ হাজারে। গতকাল পুজো উদ্যোক্তাদের সাথে বৈঠকে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বিদ্যুৎ বিলের ক্ষেত্রেও মিলবে ৬০ শতাংশ ছাড়। রাজ্যের প্রায় ৪৩ হাজার পুজো কমিটিকে অনুদান দেবে রাজ্য সরকার। হিসাবে দেখতে গেলে কোটি টাকার ওপরেই। অন্যদিকে মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত রাজ্য সরকারের কর্মীরা। ২০০৯ সালের পর থেকে বাড়েনি ডিএ। কেন্দ্র সরকারের কর্মীদের বর্তমানে ৩৪ শতাংশ ডিএ ধার্য করেছে কেন্দ্র সরকার। সেখানে রাজ্যের কর্মীরা ডিএ পান মাত্র ৩ শতাংশ অর্থাৎ তফাৎ ৩১ শতাংশ। গত মে মাসে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল তিন মাসের মধ্যে রাজ্যের কর্মীদের বকেয়া ডিএ-সহ সমস্ত পাওনা মিটিয়ে দিতে হবে। কিন্তু সেক্ষেত্রেও গড়িমসি রাজ্য সরকারের। শেষ লগ্নে এসে আদালতের নির্দেশ পুনবিবেচনার আর্জি জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যের ডিএ মামলায় সরব একাধিক কর্মী সংগঠন থেকে শুরু করে বিরোধীরাও। সংগঠনের সাথে যুক্ত কর্মীদের অনেকেই বলছেন, “আমাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছি। আদালতের নির্দেশ অমান্য করছে রাজ্য সরকার। অন্যদিকে পুজো কমিটিগুলিকে অনুদান দিচ্ছে রাজ্য।“ বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রকল্প চালাতে গিয়ে রাজ্যের ভাঁড়ার কার্যত ‘ভাঁড়ে মা ভবানী’। তারপরেই এত পরিমাণে বিপুল অর্থ অনুদান দিচ্ছে রাজ্যে সরকার। স্বাভাবিকভাবেই রাজ্যের বঞ্চনায় ক্ষিপ্ত রাজ্য সরকারি কর্মীরা। বাম কর্মী সংগঠন কো-অর্ডিনেশন কমিটি গত ৩০শে আগস্ট দুঘণ্টা কর্ম বিরতির ডাক দিয়েছে। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

অর্থনীতি
Related News