Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

অসুস্থতার কারন দেখিয়ে সিবিআই হাজিরা এড়িয়ে গেলেন অনুব্রত মণ্ডল

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

বর্তমানে রাজ্যের আনাচেকানাচে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এবং ইডি। গত ২৩শে জুলাই গ্রাফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার পর থেকেই আরও তৎপর হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তবে গ্রেফতারির আগে একবার পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছিলো সিবিআই, নিজাম প্যালেসে হাজিরাও দিয়েছিলেন তিনি, আর এবার ডাক পড়ল বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার নিলাজ প্যালেসে হাজিরার জন্য ডেকে পাঠানো হয়েছিলো অনুব্রত মণ্ডলকে, কিন্তু মাত্র একবারই হাজিরা দিয়েছেন তিনি। তার পরেই অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগাল হোসেনকে গ্রেফতার করে সিবিআই। সিবিআই সূত্রে দাবি, গরু পাচার সংক্রান্ত একাধিক তথ্য পাওয়া গয়েছে সাইগাল হোসেনের কাছে, তারপরেই আগামীকাল অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই। কিছু দিন আগেই বোলপুরে অনুব্রত ঘনিষ্ঠ ব্যাবসায়ি টুলু মণ্ডলের বাড়িতে তল্লাশি চালাই ইডি, স্বাভাবিক ভাবেই সকলের মনে প্রশ্ন এবার কি তবে অনুব্রতর পালা! কিন্তু অনুব্রত মণ্ডলের আইনজীবী সঞ্জীব দাঁ স্পষ্ট জানিয়ে দিলেন, “আগামীকাল নিজাল প্যালেসে হাজিরা দেবেন না তিনি, তার কারন তিনি শারীরিক ভাবে অসুস্থ বেশ কিছু দিন ধরেই,এসএসকেএম-এ মেডিক্যাল টিম গঠন করা হয়েছে, তিনি কাল ভর্তিও হতে পারেন সেখানেই”। ইতিমধ্যেই সে কথা সিবিআই কর্তাদের জানিয়েও দিয়েছেন তিনি। সেই সাথে তিনি আরও বলেন, সিবিআই না জেনেই তলব করেছেন অনুব্রত মণ্ডলকে, তিনি অসুস্থ আগামীকাল এসএসকেএমে তার ভর্তি পূর্ব নির্ধারিত তাই এখন হাজিরা দিতে পারবেন না তিনি।  

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজনৈতিক রাজ্য
Related News