Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

"চোর চোর" রব শোনা গেল পার্থ কে দেখা মাত্রই

banner

journalist Name : Rima Mondal

#Pravati Sangbad Digital Desk:

শুধু মাত্র জুতো ছোড়া ও গালিগালাজ এই থেমে থাকে নি, চোর বদনাম ও দেওয়া হলো প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে। এবার প্রেসিডেন্সি জেলের বন্দীদের কাছে এই কটূক্তি শুনতে হলো তাকে।সূত্রের খবর জেলের বাইরে মা কালীর ছবিতে জবা ফুল দিতে গিয়েছিলেন তিনি। তাঁকে দেখা মাত্রই "চোর চোর" রব তোলেন অন্য বন্দীরা। শুধু তাই নয় তাকে দেখে অশ্রাব্য গালিগালাজ করতে থাকে তারা।কয়েকজন বন্দী আবার আঙ্গুল দিয়ে সিটি মারতে থাকে তাকে দেখে। কেউ কেউ আবার বলতে থাকে -' দেখ কেমন লাগে '। জেল সূত্রের খবর তিনি অবশ্য এসব কথার দিকে কান না দিয়ে সোজা তার সেলের দিকে অগ্রসর হন। এমনকি সেলের বন্দীরা অর্পিতাকে কটাক্ষ করতে ছাড়ে নি, তাকে নিয়েও কটূক্তির ঝর ওঠে। সূত্রের খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রী ঐ সমস্ত মন্তব্য শুনে রেগে গিয়ে সেল এ চলে যান। শুক্রবার ঐ বন্দীর আইনজীবি কোর্ট এ জানিয়েছিলেন, তাঁর মক্কেল প্রভাবশালী নন।শনিবার ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে পার্থর আইন জীবি সুকন্যা ভট্টাচার্য জানান, পার্থ বাবু এমএলএ পদ ছাড়তে চান না। কোথাও একটা ভুল বোঝাবুঝি থেকে এই মন্তব্য করা হয়েছে বলে জানানো হয়েছে। জেল সূত্রের খবর পার্থ শসা, মুড়ি খাওয়ার আবদার করলে শসা না থাকায় কাচা লঙ্কা আর শুকনো মুড়ি খেতে দেওয়া হয়েছিল। এছাড়া তাকে অন্যান্য কয়েদিদের মত দুপুরে খেতে দেওয়া হয়েছিল ভাত, মুসুর এর ডাল,আলু - কুন্দরীর তরকারি আর বাটা মাছের ঝোল। খবর এর কাগজ পত্রে চোখ বোলানোর সময় পার্থ তার নিজের খবর দেখে তা থেকে বিরত থাকেন তিনি।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজনৈতিক
Related News