#Pravati Sangbad Digital Desk:
বেশ কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গ জুড়ে বেড়েছে বৃষ্টিপাতের পরিমাণ। গরম থেকেও কিছুটা সময়ের জন্য স্বস্তি পাচ্ছে বঙ্গবাসী। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন কিছু নেই বলেই জানা গিয়েছিল আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। ভোরের দিকে বেশ কিছুটা পারদ নামছে বলেও স্বস্তি।
এখনো পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলতে পারছে না হাওয়া অফিস রাজ্যজুড়ে বিক্ষিপ্ত মাঝারি ও হালকা বৃষ্টির সম্ভাবনাই এখনো পর্যন্ত জারি রয়েছে। আপাতত বেশ কয়েকদিন এরকমই আবহাওয়া থাকবে বলে সম্ভাবনা। বৃহস্পতিবার সকাল থেকেও আকাশ বেশ মেঘলা কোথাও বা মাঝারি হারে বৃষ্টি এরই মধ্যে রোদও দেখা গেছে। বুধবার সন্ধ্যার পর থেকে মহানগরী জুড়ে টানা বৃষ্টি হয়েছে তার ফলে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে অস্বস্তিজনিত গরমটাও কমেছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়িয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রী সেলসিয়াস।
আপুর দিকে উত্তরবঙ্গ জুড়ে কিন্তু বেড়ে যাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ। বর্ষার শুরু থেকেই ভারী বৃষ্টিপাত সহ প্রাকৃতিক বিপর্যয়ও দেখা গিয়েছে উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলায়। আগামীকাল অর্থাৎ পাঁচ তারিখ উত্তরবঙ্গের আলিঙ্গন জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবারও। এবারে বৃষ্টিপাতের নিরিখে তার যাতে দক্ষিণবঙ্গ কে পিছনে ফেলে অনেক অংশে এগিয়ে রয়েছে উত্তরবঙ্গ।