চুল সতেজ রাখতে আজই ব্যাবহার করুন এই ঘরোয়া টোটকা

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

বর্তমানে পুরুষদের চুল পরা এখন একটি অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এক সমীক্ষাতে জানা গেছে ২০ বছর বয়স থেকে ৪৫ বছরের পুরষদের সবথেকে বেশি চুল পরে। তবে এই পরিস্থিতিতে বেশ কিছু ঘরোয়া টোটকা আপনার চুল পড়া রোধ করতে পারে।
১. পিপারমিন্ট তেল- এই তেল আপনার চুল পড়া রোধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। তবে শুধুমাত্র এই তেল নয়, গোলমরিচ এবং পুদিনা মিশ্রিত তেল এছাড়া, নারকেল তেল এবং অলিভ তেল ও চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সাহায্য করে।
২. পেঁয়াজের রস- অনেকেই হয়ত জানেন না পেঁয়াজের রস চুলের জন্য খুব উপকারী। এই রস চুলে লাগালে চুলের গোঁড়া শক্ত হয় এবং চুল সহজে পরে যায় না। তবে সাধারণ পেঁয়াজ  নয়, ছোট আকৃতির পেঁয়াজ চুলে লাগালে সুফল পেতে পারেন।
৩. মানসিক চাপ কমানো- মানসিক চাপ চুল পড়ার অন্যতম কারন। বেশি চিন্তা করলে আমাদের শরীরে  যে হরমোন নির্গত হয় তা আমাদের চুলের পক্ষে খারাপ। তাই মানসিক চাপ যত কম থাকবে চুলের স্বাস্থ্য তত ভালো থাকবে। মানসিক চাপ কমানোর জন্য যোগব্যায়াম, পর্যাপ্ত ঘুম প্রয়োজন। যদি আপনি মানসিক স্বাস্থ্য ভালো রাখেন আপনার মেজাজের সাথে সাথে চুলও ফুরফুরে থাকবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রূপচর্চা
Related News